শিরোনাম
◈ আসছে বড় সুখবর, ২০২৬ সালে কোন মাসে কত দিন টানা ছুটি পাবেন চাকরিজীবীরা, দেখুন তালিকা ◈ যে ওভারকোট জিয়া পরিবারের আর কখনো ফেরত দেওয়া হয়নি ◈ জামায়াতের প্রার্থী কৃষ্ণ নন্দী এক বছরে উপহার পেয়েছেন ১৫ ভরি সোনা, রয়েছে নগদ ১৮ কোটি টাকা ◈ নতুন বছরে কমলো জ্বালানি তেলের দাম ◈ হলফনামায় প্রকাশ: কে কত ধনী — শীর্ষ রাজনীতিবিদদের আয় ও সম্পদের চিত্র ◈ বিসিবির ইন্টিগ্রিটি ইউনিটের নজরদারিতে নোয়াখালীর সহকারী কোচ নিয়াজ খান ◈ ২০২৬ ফুটবল বিশ্বকাপের জন্য রেকর্ড ১৫ কোটি টিকেটের আবেদন   ◈ ব্রা‌জি‌লিয়ান রবের্তো কার্লোস হাসপাতালে, হয়েছে অস্ত্রোপচারও: কেমন আছেন কিংবদন্তি ফুটবলার? ◈ মায়ের অনুপস্থিতির শূন্যতা ভাষায় প্রকাশ করার মতো নয়: তারেক রহমান ◈ জাপানে ৬ মাত্রার ভূমিকম্প অনুভূত

প্রকাশিত : ০৭ ডিসেম্বর, ২০২২, ১১:৩০ রাত
আপডেট : ০৮ ডিসেম্বর, ২০২২, ০১:৫০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লায় ৭৫ বছরের বৃদ্ধাকে জবাই করে হত্যা

শাহাজাদা এমরান: কুমিল্লার তিতাস উপজেলায় নিজের বাড়িতে ৭৫ বছরের বৃদ্ধাকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

বুধবার (৭ ডিসেম্বর) দিবাগত রাতে তিতাস উপজেলার শোলাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বৃদ্ধা তারা মিয়ার স্ত্রী মিনরা বেগম।
 
কুমিল্লা পিবিআই পরিদর্শক মনজুর আলম জানান, সিআইডি টিম ও তিতাস থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনা স্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে। ঘটনার রহস্য উদঘাটনে মাঠে কাজ করছে আমাদের একাধিক টিম।

স্থানীয়রা বলেন, কে বা কারা এই বৃদ্ধা মহিলাকে ঘরে ঢুকে কেন হত্যা করলো? এটা কারণ আমরা খুঁজে পাচ্ছি না। আমরা এই হত্যার সঠিক বিচার চাই। 

নিহতের বড় ছেলে আবুল বাশার ভাষানীর বলেন, আমি গৌরীপুর বাজারে ভাড়া থাকি। সকালে খবর পেয়ে বাড়িতে আসি। আমি নিজেও বুঝতে পারছি না কেনো আমার মাকে এমন নির্মমভাবে হত্যা করেছে। আমার ছোট ভাই সৌদি আরব প্রবাসী ফারুক মিয়ার স্ত্রী সাবিনা আক্তার পলি (৩০) তার ছেলে জিহাদ (১২) ও জিদান(৮) বাড়িতে থাকেন।

স্থানীয় ইউপি সদস্য আশ্রাফ উদ্দিন বলেন,মনিরা বেগম পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেন,আমরাও কোনো ধারনা করতে পারছি না'।

এবিষয়ে তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  সুধীন চন্দ্র দাস বলেন, হত্যার খবর পেয়ে আমিসহ জেলা পিবিআই ও সিআইডি ক্রাইমসিন ঘটনাস্থলে যাই এবং পরিদর্শন করে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মর্গে প্রেরণ করেছি। আমাদের তদন্ত এবং অভিযান অব্যাহত আছে, আশা করি শীগ্রই হত্যার রহস্য উদঘাটন হবে।

প্রতিনিধি/এসএ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়