শিরোনাম
◈ খালেদা জিয়াকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে উৎকণ্ঠা—এভারকেয়ারে নজর সবার ◈ প্রবাসীদের রেমিট্যান্সে বাড়তি খরচ কমাতে নতুন ছক চালু করল বাংলাদেশ ব্যাংক ◈ ১০ মাস পর প্রার্থী পরিবর্তন: খুলনা-১ এ জামায়াতের টিকিট পেলেন কৃষ্ণ নন্দী ◈ খালেদা জিয়ার চিকিৎসায় চীনের বিশেষজ্ঞ চিকিৎসক দল এভারকেয়ারে ◈ উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাজারে যুক্ত করতে পে-প্যালের সঙ্গে যোগাযোগ চলছে: গভর্নর ◈ 'স্বেচ্ছা নির্বাসনে' যুক্তরাষ্ট্র ছেড়েছে প্রায় ৩৫ হাজার মানুষ ◈ স্কুলে ভর্তির নীতিমালা সংশোধন, বয়সসীমা শিথিল করল মাউশি, রেজিস্ট্রেশনের বয়সে কঠোর বোর্ড ◈ ভূমিকম্প থে‌কে রক্ষা পেতে জাপানের কাছ থেকে যা শিখতে পারে বাংলাদেশ ◈ খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে এভারকেয়ারে প্রধান উপদেষ্টা ◈ তালাক হলেও ফিরে আসার পথ—ইসলামী বিধান অনুযায়ী করণীয়

প্রকাশিত : ০৭ ডিসেম্বর, ২০২২, ১১:৩০ রাত
আপডেট : ০৮ ডিসেম্বর, ২০২২, ০১:৫০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লায় ৭৫ বছরের বৃদ্ধাকে জবাই করে হত্যা

শাহাজাদা এমরান: কুমিল্লার তিতাস উপজেলায় নিজের বাড়িতে ৭৫ বছরের বৃদ্ধাকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

বুধবার (৭ ডিসেম্বর) দিবাগত রাতে তিতাস উপজেলার শোলাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বৃদ্ধা তারা মিয়ার স্ত্রী মিনরা বেগম।
 
কুমিল্লা পিবিআই পরিদর্শক মনজুর আলম জানান, সিআইডি টিম ও তিতাস থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনা স্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে। ঘটনার রহস্য উদঘাটনে মাঠে কাজ করছে আমাদের একাধিক টিম।

স্থানীয়রা বলেন, কে বা কারা এই বৃদ্ধা মহিলাকে ঘরে ঢুকে কেন হত্যা করলো? এটা কারণ আমরা খুঁজে পাচ্ছি না। আমরা এই হত্যার সঠিক বিচার চাই। 

নিহতের বড় ছেলে আবুল বাশার ভাষানীর বলেন, আমি গৌরীপুর বাজারে ভাড়া থাকি। সকালে খবর পেয়ে বাড়িতে আসি। আমি নিজেও বুঝতে পারছি না কেনো আমার মাকে এমন নির্মমভাবে হত্যা করেছে। আমার ছোট ভাই সৌদি আরব প্রবাসী ফারুক মিয়ার স্ত্রী সাবিনা আক্তার পলি (৩০) তার ছেলে জিহাদ (১২) ও জিদান(৮) বাড়িতে থাকেন।

স্থানীয় ইউপি সদস্য আশ্রাফ উদ্দিন বলেন,মনিরা বেগম পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেন,আমরাও কোনো ধারনা করতে পারছি না'।

এবিষয়ে তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  সুধীন চন্দ্র দাস বলেন, হত্যার খবর পেয়ে আমিসহ জেলা পিবিআই ও সিআইডি ক্রাইমসিন ঘটনাস্থলে যাই এবং পরিদর্শন করে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মর্গে প্রেরণ করেছি। আমাদের তদন্ত এবং অভিযান অব্যাহত আছে, আশা করি শীগ্রই হত্যার রহস্য উদঘাটন হবে।

প্রতিনিধি/এসএ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়