অপু রহমান, নারায়ণগঞ্জ : বন্দরে এক অটোচালকের হাত পা বাধাঁ অবস্থায় অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত অটোচালক যুবক নবীগঞ্জ নোয়াদ্দা এলাকার মোহাম্মদ কাশেম মিয়ার ছেলে মোহাম্মদ কায়েস (১৮)। শনিবার (১ অক্টোবর) সকালে নারায়ণগঞ্জ বন্দরে কলাগাছিয়া ইউনিয়নের নরপদী পাকা রাস্তার পাশে বিলের মধ্য থেকে এ লাশটি উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়ায় লাশের পরিচয় সনাক্ত করে তারই যমজ ছোট ভাই সায়েম। শনিবার সকালে স্থানীয় লোকজন নরপদী পাকা রাস্তার পাশে বিলের মধ্যে হাত-পা বাধাঁ অবস্থায় অর্ধগলিত লাশটি দেখতে পায়।
এ ঘটনার খবর পেয়ে বন্দর থানার অফিসার ইনচার্জ দীপক চন্দ্র সাহা ও এসআই আবুল বাশার সঙ্গীয় ফোর্স সহ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল নারায়ণগঞ্জ মর্গে প্রেরণ করেন।
নিহতের পরিবার জানান, গত ২৮ সেপ্টেম্বর সকালে অটো নিয়ে বের হয় সে নিখোঁজ ছিল। তাকে অনেক খোঁজা খোজি করে সন্ধান করেত পারেনি পরিবার। এরপর থেকে কায়েস নিখোঁজ ছিল। এএএইচ