শিরোনাম
◈ চীনা দূতাবাস কর্মকর্তাদের দক্ষিণ এশিয়ায় হস্তক্ষেপের অভিযোগ, ভারতকে সতর্ক থাকার আহ্বান তিব্বতের সাবেক প্রধানমন্ত্রী সাংয়ের ◈ সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি, সেই ফারিয়াসহ তিনজন কারাগারে ◈ ক্যালিফোর্নিয়ায় সোশ্যাল মিডিয়া ব্যবহারে তামাকের মতো সতর্কবার্তা প্রদর্শনের বিল অনুমোদন ◈ লন্ডনে এক লাখেরও বেশি মানুষের অভিবাসনবিরোধী সমাবেশ, পুলিশের সঙ্গে সহিংস সংঘর্ষে আহত ২৬ কর্মকর্তা ◈ কক্সবাজারে স্ত্রীকে ধর্ষণের পর তার সামনে স্বামীকে হত্যা ◈ এক ম্যাচে দুই ভাইয়ের গোল, ইন্টার মিলান‌কে হারা‌লো জুভেন্টাস ◈ আজ থেকে চাকসু ও হল সংসদ নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ শুরু, ভোট ১২ অক্টোবর ◈ বাংলাদেশের পোশাক রপ্তানি ২২% বৃদ্ধি, চীনের হারানো অর্ডার এলো দেশে ◈ বিরল দৃশ্যের অবতারণা, কাবা ঘরের ওপর নেমে এলো চাঁদ ◈ ফজলুর রহমানকে গালি দিয়ে স্লোগান দেওয়া সেই ফারজানা ১০ লাখ টাকা চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার (ভিডিও)

প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর, ২০২২, ০১:৫৬ দুপুর
আপডেট : ২৯ সেপ্টেম্বর, ২০২২, ০১:৫৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিরাজগঞ্জে হত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩

সোহাগ হাসান জয়, সিরাজগঞ্জ : উল্লাপাড়ায় সাইদুর রহমান রঞ্জু (৪০) চাঞ্চল্যকর ক্লুলেস হত্যা মামলা রহস্য উদঘাটন করেছে পুলিশ। হত্যার সাথে সরাসরি জড়িত থাকার অভিযোগে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন, উল্লাপাড়া উপজেলার গুনাইগাঁতি গ্রামের মো. গোলজার শাহের ছেলে আব্দুল মোমিন (৩০), মো. সাহেব আলীর ছেলে আলাউদ্দিন প্রামানিক (১৯) ও আব্দুল কাশেম প্রামানিকের ছেলে সোহেল রানা (২৬)। এসময় গ্রেফতার মোমিনের বাড়ি থেকে নিহতের মোবাইল উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. আরিফুর রহমান মন্ডল বিপিএম (বার) পিপিএম (বার) এতথ্য জানান।

পুলিশ সুপার মো. আরিফুর রহমান মন্ডল বলেন, গত ২৪ সেপ্টেম্বর সন্ধ্যায় সাইদুর রহমান রঞ্জু ধান ভাঙ্গানোর বকেয়া টাকা পরিশোধের জন্য বাড়ি থেকে বের হন। রাত সাড়ে ১০ টার সময় নিহতের স্ত্রী বুলবুলি খাতুনের মোবাইলে ফোন আসে।

তিনি ফোন রিসিভ করলে অপর প্রান্ত থেকে ভেসে আসে অপরিচিত কন্ঠ। তার পরিচয় জানতে চাইলে ফোনের লাইন কেটে দিয়ে বন্ধ করে রাখে ফোন। পরের দিন (২৫ সেপ্টেম্বর) সকাল ১০ টার দিকে নিহত সাইদুর রহমান রঞ্জুর ফোন থেকে স্ত্রী বুলবুলিকে ফোন করে বলা হয় এবং ১লাখ ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করেন।

পরে পরিবারের লোকজন টাকা সংগ্রহ করা অবস্থা প্রতিবেশী পাশের কুমার ব্রীজের পাশে রঞ্জুর লাশ ভাসতে দেখে। পরে পুলিশ লাশ উদ্ধার করে। এঘটনায় উল্লাপাড়া থানায় একটি হত্যা মামলা দায়ের হয়ে। তবে এ হত্যা মামলা কোন ক্লু ছিলনা।

পরে নিবিড় পর্যাবেক্ষনে মাধ্যমে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ওই তিনজনকে আটক করা হয়।

প্রসঙ্গত: গত (২৭ সেপ্টেম্বর) সোমবার সিরাজগঞ্জর উল্লাপাড়ায় নিখোঁজের দুই দিন পর সাইদুর রহমান ওরফে রঞ্জু (৪০) নামে এক কৃষকের মরদেহ মোহনপুর ইউনিয়নের গোহালা নদীর কুমার ব্রিজের পাশ থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়।সম্পাদনা: আল আমিন 

  • সর্বশেষ
  • জনপ্রিয়