শিরোনাম
◈ দিল্লির গাজিয়াবাদে ‘ভুয়া রাষ্ট্রদূত’ ধরা পড়লেন: ৩০০ কোটি রুপি পাচার, জাল দূতাবাস চালিয়ে বিদেশ সফর ১৬২ বার! ◈ অস্ত্র যদি হ্যান্ডেলই করতে না পারেন তাহলে নিয়ে আসলেন কেন, বাবরকে নাসীরুদ্দীন পাটওয়ারীর প্রশ্ন ◈ মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ: বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসা দেওয়ায় বিদেশি মেডিকেল টিমগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ◈ অ্যাসাইলাম আবেদন করলেই পাসপোর্ট দিচ্ছে না বাংলাদেশ মিশন, বিপাকে অস্ট্রেলিয়ায় শত শত বাংলাদেশি! ◈ বাংলাভাষী মুসলিমদের আটক করা ‘অবৈধ’, বাংলাদেশে পুশইন নিয়ে আরও যা বললেন ওয়াইসি ◈ যিনি প্রধানমন্ত্রী হোন তিনি তার পকেটে ক্ষমতা নিয়ে থাকেন: জোনায়েদ সাকি ◈ কচুয়ায় বিএনপির গণমিছিলে হামলা, আহত ১০ ◈ মুরাদনগরে ধর্ষণ ঘটনার প্রতিবেদন জমা দিয়েছেন কুমিল্লার এসপি ◈ যে কারণে বিএনপির ১৩ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছে আদালত ◈ উজিরপুরে পুত্রের হাতে পিতা খুন, ঘাতক পুত্রকে আটক করে পুলিশে দিলো স্থানীয়রা

প্রকাশিত : ২৭ জুলাই, ২০২৫, ০৫:১৬ বিকাল
আপডেট : ২৭ জুলাই, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শিক্ষিকার বাড়িতে গৃহকর্মী খুন: ৬০০ টাকায় লুটের মাল বিক্রি, পুরোনো খুনি গ্রেপ্তার

গৃহকর্মীকে হত্যার কথা শুনে ওই শিক্ষিকার বাড়িতে প্রতিবেশীদের ভিড়। ছবিটি গত ১ জুলাইয়ের।

নীলফামারীর সৈয়দপুর শহরের নয়াটোলা এলাকায় গত ১ জুলাই স্কুল শিক্ষিকার বাড়িতে শামসুন নেহার (৬০) নামে এক বৃদ্ধা গৃহকর্মীকে হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ। একই সঙ্গে হত্যাকাণ্ডে জড়িত যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, গৃহকর্মীকে হত্যার পর শিক্ষিকার বাড়ি থেকে লুট করা টিভি-ল্যাপটপ ৬০০ টাকায় বিক্রি করা হয়। এ ঘটনায় গ্রেপ্তারকৃত যুবকের নাম মো. শামীম বেগ (৪৫)। তিনি জেলার সৈয়দপুর থানার ৪নং ওয়ার্ডের চাঁদনগর গ্রামের   মৃত নঈম বেগের ছেলে। 

রোববার (২৭ জুলাই) নীলফামারী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) এ.বি.এম. ফয়জুল ইসলামের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিহত শামসুন নেহার দীর্ঘদিন ধরে স্থানীয় এক শিক্ষিকার বাড়িতে গৃহকর্মী হিসেবে কর্মরত ছিলেন। গত ১ জুলাই বেলা পৌনে ১২টার দিকে দুর্বৃত্ত বাসায় প্রবেশ করে নির্মমভাবে শামসুন নেহারের মাথায় লোহার রড দিয়ে আঘাত করে হত্যা করে এবং ঘর থেকে একটি ৩২ ইঞ্চি স্যামসাং এলইডি টিভি ও একটি পুরাতন ল্যাপটপ লুট করে নিয়ে যায়। 

পুলিশ জানিয়েছে, ঘটনার পর আধুনিক প্রযুক্তি, গোয়েন্দা তথ্য ও ঘটনাস্থলের সিসি টিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে শামীম বেগ নামে এক ব্যক্তিকে চিহ্নিত করা হয়, যিনি পূর্বে একটি হত্যা মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত হয়ে ২০২০ সালে মুক্তি পেয়েছিলেন এবং ঘটনাস্থলের আশপাশে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে গত ২০ জুলাই রাত ১২টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। 

বিজ্ঞপ্তিতে পুলিশ জানিয়েছে, পরে তাকে রিমান্ডে এনে তাকে জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন, মহরমের মিলাদের তবারক দেয়ার কথা বলে শিক্ষিকার বাসায় প্রবেশ করে প্রথমে গৃহপরিচারিকা শামসুন নেহারের মাথায় আঘাত করে, পরে মৃত্যু নিশ্চিত করে ঘর থেকে একটি টিভি ও একটি ল্যাপটপ চুরি করে নিয়ে যায়। পরবর্তীতে শামীমের দেয়া  তথ্যমতে অভিযান চালিয়ে সৈয়দপুরের গোলাহাট বাজার এলাকার একটি দোকান থেকে ৩২ ইঞ্চি স্যামসাং এলইডি টিভি এবং একটি পুরাতন স্যামসাং ল্যাপটপ জব্দ উদ্ধার করা হয়। শামীম জানান, তিনি উক্ত দুটি জিনিস মাত্র ৬০০ টাকায় বিক্রি করেছেন।  উৎস: চ্যানেল২৪

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়