শিরোনাম
◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল ◈ চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা, আসলে কী ঘটছে

প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি, ২০২৫, ১২:৪০ দুপুর
আপডেট : ১০ মে, ২০২৫, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চাঁদা না দিলে পিটিয়ে হাড় ভেঙে গুঁড়িয়ে দেওয়ার হুমকি বিএনপির নেতার বিরুদ্ধে (ভিডিও)

রাজধানী শাহজাহানপুর থানা বিএনপির এক নেতার বিরুদ্ধে দোকান মালিকদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে। চাঁদা না দিলে পিটিয়ে হাড় ভেঙে গুঁড়িয়ে দেওয়ার হুমকিও দিচ্ছেন আশরাফ নামে ওই নেতা।

প্রবাসী সাংবাদিক জুলকারনাইন সায়ের তার ফেসবুক পেজে এসব তথ্য তুলে ধরেছেন।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য এবং ঢাকা মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মির্জা খোকনের অত্যন্ত ঘনিষ্ঠ আশরাফ বর্তমানে শাহজাহানপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক পদ প্রার্থী বলে ফেসবুক পোস্টে উল্লেখ করেন জুলকারনাইন সায়ের।

তিনি বলেন, খিলগাঁও রেলগেট বাজারে এবং রেলওয়ের জায়গায় নির্মিত সিটি করপোরেশন থেকে ৫-১০ লাখ টাকায় দীর্ঘ মেয়াদে লিজে নেওয়া দোকান থেকে ভাড়া আদায়ের নামে চাঁদাবাজি করেছেন এবং দোকানিদের বাসায় ডেকে ভাড়ার নামে চাঁদা দাবি করছেন আশরাফ।

চাঁদা না দিলে পিটিয়ে হাড় ভেঙে গুঁড়িয়ে দেওয়ার হুমকি দিচ্ছেন বলেও উল্লেখ করেন জুলকারনাইন।

জুলকারনাইন তার পোস্টে লেখেন, আগে আজগররা (সম্ভবত আওয়ামী লীগের নেতা) এসব করেছে এখন আজগররা জেলের ভাত খাবে, পাঁচ-দশ বছর তারা জেলের ভাত খাবে- এধরনের কথা গোপন ক্যামেরায় ধারণকৃত ভিডিওতে তিনি নিজ মুখেই বলেন। এসব কর্মকাণ্ডের সিসিটিভি ও গোপন ক্যামেরার কিছু ফুটেজ ফেসবুকে প্রকাশ করেন জুলকারনাইন সায়ের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়