শিরোনাম
◈ এক বছরে প্রত্যাশিত অগ্রগতি হয়নি: নাহিদ ইসলাম ◈ কুমিল্লার হোমনায় মাজারে অগ্নিসংযোগ: অজ্ঞাত ২২শ জনের বিরুদ্ধে মামলা, এলাকায় থমথমে পরিস্থিতি ◈ ৩৫ বছর পর চাকসু নির্বাচন: ২৩২ পদে লড়বেন ৯৩১ প্রার্থী ◈ মন্ত্রিত্বের প্রস্তাব ফিরিয়ে নেপালের চিকিৎসক বললেন ‘রোগীদের ছেড়ে যাব না’! ◈ ইউপিইউ কাউন্সিলে বাংলাদেশ পুনর্নির্বাচিত হওয়ায় প্রধান উপদেষ্টার অভিনন্দন ◈ আইসিসি উ‌ত্তে‌জিত, পা‌কিস্তান ক্রিকেট দল কড়া শাস্তির মুখে পড়তে পা‌রে ◈ নি'ষিদ্ধ দলের লোককে বাসা ভাড়া না দিতে পুলিশের মাইকিং! (ভিডিও) ◈ নারীদের লেখা বই বিশ্ববিদ্যালয়ের পাঠক্রম থেকে সরানোর নির্দেশ তালেবানের, যৌন হয়রানি নিয়েও পড়ানো নিষেধ ◈ ঢাকাসহ বি‌ভিন্ন জেলায় আওয়ামী লী‌গের কর্মকা‌ণ্ডে অন্তর্বর্তী সরকারের উদ্বেগ বাড়াচ্ছে?  ◈ টেকনাফের পাহাড় থেকে নারী শিশুসহ ৬৬ জন উদ্ধার!

প্রকাশিত : ১২ জুন, ২০২৪, ০৩:০৯ দুপুর
আপডেট : ১২ জুন, ২০২৪, ০৩:০৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গ্রামীণ ব্যাংকের গ্রাহকদের টাকা আত্মসাৎ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

রাজু আহমেদ, চট্টগ্রাম: [২] প্রতারক মো. আনোয়ার হোসেন ভূঁইয়া চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার গোপটী (পশ্চিম) গ্রামীন ব্যাংকের ম্যানেজার হিসাবে কর্মরত ছিলেন। কর্মরত থাকাকালীন ব্যাংকের গ্রাহকদের স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে ৪০ লাখ ৮২ হাজার ৯৫০ টাকা আত্মসাত করেন। 

[৩] পরর্বতীতে দুর্নীতি দমন কমিশন (কুমিল্লা জোন) এর সহকারী পরিচালক মো. নুরুল হুদা বাদী হয়ে গত ২০১৪ সালেন ১০ নভেম্বর চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানায় অর্থ আত্মসাৎকারী আনোয়ার হোসেন ভূঁইয়া’কে এজাহারনামীয় এবং অজ্ঞাতনামা ৩/৪ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। মামলা দায়ের হওয়ার পর দুর্নীতি দমন কমিশন এর একটি টিম চাঁদপুর জোনাল অফিস থেকে আসামি আনোয়ার হোসেন ভূঁইয়াকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করেন। 

[৪] পরর্বতীতে আসামি জেলহাজত থেকে জামিনে বের হয়ে আত্মগোপনে চলে যায়। বিজ্ঞ আদালত মামলাটির দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে গত বছরের ৯ নভেম্বর আনোয়ার হোসেন ভূঁইয়া এর অনুপস্থিতিতে ২০ বছরের সশ্রম কারাদন্ড এবং ২৪ লাখ ২৬ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

[৫] ফেনী জেলার ছাগলনাইয়া থানাধীন পাঠাননগর এলাকা থেকে অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে র‌্যাব-৭ চট্টগ্রাম এবং র‌্যাব-১০ কেরানীগঞ্জ এর যৌথ অভিযানে আসামি মো. আনোয়ার হোসেন ভূঁইয়াকে গ্রেপ্তার করা হয়। 

[৬] পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে আসামিকে নোয়াখালী জেলার সোনাইমুড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়