শিরোনাম
◈ অর্থনৈতিক সংকটে সিংহভাগ মানুষ কোরবানি দিতে পারেনি: জিএম কাদের ◈ সুপার এইটে স্থান, ক্রিকেট দলকে রাষ্ট্রপতির অভিনন্দন ◈ ফিলিস্তিনসহ সুবিধা বঞ্চিতদের পাশে দাঁড়ানোর আহ্বান রাষ্ট্রপতির ◈ শাসকগোষ্ঠী উল্লাসের ঈদ করছে আর বিএনপি নেতাকর্মীদের বাসায় চলছে শোকের মাতম: রিজভী  ◈ কারাগারে গরু ও খাসি কোরবানি, বন্দিদের বিশেষ বিনোদনের ব্যবস্থা ◈ দেশবাসীকে ভয়ভীতি কোরবানি দেওয়ার আহ্বান মির্জা আব্বাসের ◈ এবারের ঈদ দেশের মানুষের কাছে একটা কষ্টের দিন: মির্জা ফখরুল ◈ ঈদুল আজহা উপলক্ষে সকল বীর মুক্তিযোদ্ধাদের অভিনন্দন প্রধানমন্ত্রীর ◈ ভারতে ফ্রিজে গরুর মাংস পাওয়ায় বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হলো ১১টি বাড়ি ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে ৫০ বছরের পেট্রোডলার চুক্তি বাতিল করল সৌদি আরব

প্রকাশিত : ২৬ মে, ২০২৪, ০৯:১৬ রাত
আপডেট : ২৬ মে, ২০২৪, ০৯:১৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাবা হত্যার প্রমাণ চান এমপি আনারকন্যা ডরিন

মুমতারিন ফেরদৌস ডরিন

ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ: [২]ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারকে হত্যা করা হয়েছে, সেটি বিশ্বাসই করতে পারছেন না তার মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন। প্রমাণ হিসেবে তিনি তার বাবার ব্যবহৃত জিনিস অথবা অন্তত শরীরের অংশ দেখতে চান।

[৩] রোববার দুপুরে কালীগঞ্জের নিজ বাড়ির সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

[৪] ডরিন বলেন, ‘আমার বাবার পরনে শার্ট, প্যান্ট ও জুতা ছিল। চোখে সবসময় চশমা পরতেন, পকেটে টুপি এবং ছোট একটা চিরুনি থাকত। হাতে দুটি আংটি এবং একটি ব্রেসলেট থাকত। আমার কথা হচ্ছে, তার পরনে তো অনেক জিনিস ছিল। একটি জিনিস হলেও আমাকে নিয়ে এসে দেখাতে হবে যে, এটা আমার বাবার। কিছু না কিছু একটা তো পাওয়া যাবেই। না হলে আমি বিশ্বাস করতে পারছি না।’

[৫] তিনি বলেন, ‘আর যদি কিছুই না পাওয়া যায় তাহলে শরীরের একটি অংশ হলেও আমাকে দেখাতে হবে আর সেটি ডিএনএ টেস্ট করে দিতে হবে যে, এটা আমার বাবার শরীরের একটি অংশ। এটা আমি দাবি জানাচ্ছি।’

[৬] তিনি আরও বলেন, 'পুলিশ কর্মকর্তারা বলছেন, প্রথমে তাকে শ্বাসরোধ করা হয়, পরবর্তীতে জ্ঞান না আসায় তাকে মেরে ফেলা হয়। তারপর চুরি বা চাকু দিয়ে প্রথমে তার চামড়া ছাড়ানো হয়, পরে টুকরো টুকরো করে তার মাংস কাটা হয়। এই যে ব্যবহৃত চুরি বা চাকু কোনও একটি প্রমাণ হিসেবে আমাকে দেখাতে হবে। এটাও আমি দাবি জানাচ্ছি। তবে এখন পর্যন্ত হত্যাকাণ্ডে ব্যবহৃত কোনও কিছুই উদ্ধার করতে পারেননি তারা।’ সম্পাদনা: এম খান

এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়