শাহাদাত হোসেন, রাউজান, (চট্টগ্রাম): [২] চট্টগ্রামের রাউজানে মো. নিজাম উদ্দিন (৪৮) নামে এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
[৩] গতকাল রবিবার দুপুর ১টায় রাউজান উপজেলার হলদিয়া ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের বানারসপুর টিলা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার হরণি ইউনিয়নের ভূঞাচর মোহাম্মদপুর গ্রামের তাজুল ইসলামের ছেলে।
[৪] দীর্ঘ ২০-২৫ বছর ধরে হলদিয়া ইউনিয়নের ফকিরটিলা এলাকায় বসবাস করে দিনমজুরী কাজ করতেন বলে জানিয়েছেন ইউপি সদস্য মো. ফিরোজ।
[৫] রবিবার দুপুরে উদ্ধারকৃত মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ হওয়া যাবে। সম্পাদনা: এ আর শাকিল
প্রতিনিধি/এআরএস
আপনার মতামত লিখুন :