শিরোনাম
◈ সমৃদ্ধ গণতন্ত্র নিশ্চিত করতে বাংলাদেশের পাশে কমনওয়েলথ: ঢাকায় আসছেন মহাসচিব ◈ তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আপিল বিভাগের রায় আজ ◈ স্নাইপার সাফারি: অর্থের বিনিময় মানুষ গুলি করার ‘খেলা’ চালানোর অভিযোগ উঠেছে তিন দশক পর (ভিডিও) ◈ রামপুরায় টিভি ভবনের সামনে বাসে আগুন (ভিডিও) ◈ নিউইয়র্কে পা রাখলেই গ্রেপ্তার করা হবে নেতানিয়াহুকে: হুঁশিয়ারি জোহরান মামদানির ◈ পল্লবী থানার সামনে পরপর তিন ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে পালালো দুর্বৃত্তরা—আহত ৩ ◈ সাবেক আ.লীগ সরকারের ৩৩২ কোটি টাকায় রোজ গার্ডেন কেনা নিয়ে অনুসন্ধানে দুদক ◈ বাংলাদেশকে বিজনেস ভিসা দেওয়া শুরু করেছে ভারত: প্রণয় ভার্মা ◈ ভোটার কার্ড করেন ৩০ হাজার টাকায়, পাসপোর্ট করতে গিয়ে আটক ◈ গণভোট প্রশ্নে রাজনৈতিক দলগুলোর জিজ্ঞাসায় সিইসির জবাব: ‘আইন ছাড়া সম্ভব নয়’

প্রকাশিত : ২০ এপ্রিল, ২০২৪, ০৮:৫৫ রাত
আপডেট : ২০ এপ্রিল, ২০২৪, ০৮:৫৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খোকসায় মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১, আহত ৪

হুমায়ুন কবির, কুষ্টিয়া: [২] পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে ভাই ভাইদের মধ্যে দ্বন্দ্বে লাঠিসুটা ও দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে বেধড়ক মারপিটে চিকিৎসাধীন অবস্থায় জহুরুল হক (৫০) নামে একজন মৃত্যুবরণ করেছে। এছাড়াও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে চারজন। ঘটনা নিশ্চিত করেছেন খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আননূর যায়েদ। ঘটনাটি ঘটেছে কুষ্টিয়ার খুবসা উপজেলার বেদবাড়িয়া ইউনিয়নের বেদবেরিয়া গ্রামে। 

[৩] জানা গেছে শুক্রবার বিকালে নিজেদের পারিবারিক পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে ভাই ভাইদের মধ্যে গোলমালের সৃষ্টি হয়। এতে লাঠিসোটা ও দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে উভয়পক্ষে গোলমালে জড়িয়ে পড়ে। 

[৪] এ সময় গুরুতর আহত হয় মো: জহুরুল ইসলাম পিতা মৃত শামসুল হক, রুকসানা (৫৫) স্বামী মৃত্যু রেজাউল হক, ফজলুল হক (৭৫) পিতা শামসুল হক, ও লিংকন বিশ্বাস (২৭) পিতা মুরাদ বিশ্বাস। 

[৫] স্থানীয় এলাকাবাসী এদেরকে উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জরুরী বিভাগে আনেন। করতে পারো তো ডাক্তার প্রাথমিক চিকিৎসা দিয়ে আহতদেরকে আন্ত বিভাগে ভর্তি করলেও জহুরুল হক এর অবস্থা গুরুতর হওয়ায় তাৎক্ষণিক কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। পরে রোগীর অবস্থা বেশি খারাপ হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন কুষ্টিয়া থেকে। 

[৬] জানা গেছে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় জহুরুল হক (৫০) শনিবার সন্ধ্যা ৬ ঘটিকার সময়ে ইন্তেকাল করেন। এ ঘটনায় এলাকার উত্তেজনা বিরাজ করছে। এলাকায় অতিরিক্ত পুলিশ প্রদান করা হয়েছে। 

[৭] এ ব্যাপারে একাধিকবার বেতবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম ওরফে জমির মাস্টারকে তার মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করলেও তিনি ফোন রিসিভ করেননি। সম্পাদনা: এআর শাকিল

প্রতিনিধি/এআরএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়