শিরোনাম
◈ স্কুলের টয়লেটে আটকা শিশু, ৬ ঘণ্টা পর বের হতে সক্ষম  ◈ পাসপোর্ট অফিসে ভোগান্তি কিছুটা কমেছে, জনবল বাড়ানোর তাগিদ  ◈ কিরগিজস্তানের পরিস্থিতি নিয়ন্ত্রণে, বাংলাদেশি শিক্ষার্থীদের ঘরে থাকার পরামর্শ দূতাবাসের ◈ কিরগিজস্তানে বিদেশি শিক্ষার্থীদের ওপর হামলা: সাহায্য চাইলেন বাংলাদেশিরা  ◈ সংসদ ভবন এলাকায় দুই প‌ক্ষে‌র সংঘর্ষে শিক্ষার্থী নিহত ◈ আবারও বাড়লো সোনার দাম, ভরি ১১৮৪৬০ টাকা ◈ ভেবেছিলাম দেশের সমস্যা ক্ষণস্থায়ী, এখন আরও বেড়েছে: এডিটরস গিল্ড ◈ দেশের উন্নয়ন দেখে বিএনপি’র মাথা খারাপ হয়ে গেছে: পররাষ্ট্রমন্ত্রী ◈ যুক্তরাষ্ট্র স্মার্ট প্রাণিসম্পদ প্রকল্পে ৩৪ মিলিয়ন ডলার সহায়তা দিবে ◈ সিটি টোলের নামে চাঁদাবাজি বন্ধ হলে কাঁচাবাজারে দাম কমবে: সাঈদ খোকন

প্রকাশিত : ১৭ এপ্রিল, ২০২৪, ০৫:৩০ বিকাল
আপডেট : ১৭ এপ্রিল, ২০২৪, ০৫:৩০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চকরিয়ায় চকিদারসহ ২ জনকে কুপিয়ে হত্যা

রায়হান চৌধুরী, চকরিয়া: [২] কক্সবাজারের চকরিয়া মানিকপুরে পূর্ব শত্রুতার জেরে মো. সেলিম (৪৩) ও শফিউল আলম (৪৬) নামে দুই ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে একদল স্বশস্ত্র সন্ত্রাসী।

[৩] মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার মানিকপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড উত্তর পাড়া নবীন ক্লাব এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মো. সেলিম ওই এলাকার নূর মোহাম্মদের পূত্র ও নিহত শফিউল আলম একই এলাকার আবু সালামের পূত্র।

[৪] জানা যায়, স্থানীয় এক ইউপি সদস্যের সঙ্গে নিহত মো. সেলিম ও নিহত শফিউল আলমে দীর্ঘ বছরের বিরোধ চলছিল। এর জের ধরে মঙ্গলবার রাত ৮টার দিকে মানিকপুর উত্তরপাড়া বাজার এলাকার নবীন ক্লাবের সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় একদল সন্ত্রাসী অতর্কিত হামলা চালিয়ে কিরিচ দিয়ে সেলিম ও শফিউল আলমকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সেলিমকে মৃত ঘোষনা করেন। আহত শফিউল আলমের অবস্থা গুরুতর হওয়ায় তাকে চমেক হাসপাতালে রেফার করা হয়। পরে স্বজনরা চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) নেবার পথে মারা যান।

[৫] চকরিয়া থানার (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, নিহত সেলিম ও শফিউল আলম দুইজনই একটি হত্যা মামলার আসামী। পূর্ব শত্রুতার জেরে এই হত্যার ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। নিহতদের মরদেহ ময়নতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যাকান্ডে জড়িতদের ধরতে পুলিশের একাধিক টিম অভিযান চালাচ্ছে। সম্পাদনা: এ আর শাকিল

প্রতিনিধি/এআরএস

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়