শিরোনাম
◈ গভীর রাতে নোয়াখালীর সোনাপুরে বিআরটিসি ডিপোতে ২ বাসে আগুন ◈ খালেদা জিয়াকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে উৎকণ্ঠা—এভারকেয়ারে নজর সবার ◈ প্রবাসীদের রেমিট্যান্সে বাড়তি খরচ কমাতে নতুন ছক চালু করল বাংলাদেশ ব্যাংক ◈ ১০ মাস পর প্রার্থী পরিবর্তন: খুলনা-১ এ জামায়াতের টিকিট পেলেন কৃষ্ণ নন্দী ◈ খালেদা জিয়ার চিকিৎসায় চীনের বিশেষজ্ঞ চিকিৎসক দল এভারকেয়ারে ◈ উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাজারে যুক্ত করতে পে-প্যালের সঙ্গে যোগাযোগ চলছে: গভর্নর ◈ 'স্বেচ্ছা নির্বাসনে' যুক্তরাষ্ট্র ছেড়েছে প্রায় ৩৫ হাজার মানুষ ◈ স্কুলে ভর্তির নীতিমালা সংশোধন, বয়সসীমা শিথিল করল মাউশি, রেজিস্ট্রেশনের বয়সে কঠোর বোর্ড ◈ ভূমিকম্প থে‌কে রক্ষা পেতে জাপানের কাছ থেকে যা শিখতে পারে বাংলাদেশ ◈ খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে এভারকেয়ারে প্রধান উপদেষ্টা

প্রকাশিত : ১০ এপ্রিল, ২০২৪, ০৭:৪০ বিকাল
আপডেট : ১০ এপ্রিল, ২০২৪, ০৭:৪০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজধানীতে অর্ধ কোটি টাকার ক্ষতিকর ওষুধসহ গ্রেপ্তার ২

সুজন কৈরী: [২] রাজধানীর লালবাগ এলাকায় অভিযান চালিয়ে প্রায় অর্ধ কোটি টাকা মূল্যের যৌন উত্তেজক ও মানবদেহের জন্য ক্ষতিকর ১ লাখ ৬৬ পিস ট্যাবলেট, ইনজেকশন ও সাপ্লিমেন্ট জব্দসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তারকৃতরা হলেন- রায়হানুর রহমান (৩১), ও তাহানান জাওয়াদ (২৪)।

[৩] র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি এম. জে. সোহেল জানান, গতকাল মঙ্গলবার রাতে লালবাগ এলাকায় র‌্যাব-১০ ও ওষুধ প্রশাসন অধিদপ্তর যৌথভাবে অভিযান চালায়। এ সময় আনুমানিক অর্ধ কোটি টাকা মূল্যের ১ লাখ ৬৬ হাজার পিস অবৈধ বিদেশি যৌন উত্তেজক ও মানব দেহের জন্য ক্ষতিকর ট্যাবলেট, ইনজেকশন ও সাপ্লিমেন্ট জব্দ করা হয়েছে। 

[৪] প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের বরাতে এএসপি এম. জে. সোহেল বলেন, গ্রেপ্তারকৃতরা পেশাদার ওষুধ কালোবাজারি চক্রের সক্রিয় সদস্য। তারা বেশ কিছুদিন ধরে অবৈধ বিদেশি যৌন বর্ধক এবং মানব দেহের জন্য ক্ষতিকারক ট্যাবলেট, ইনজেকশন ও সাপ্লিমেন্টারিসহ বিভিন্ন ওষুধ কালোবাজারি ও চোরাচালানের মাধ্যমে সংগ্রহ করে মজুত করে রাখতেন। পরে দেশের বিভিন্ন এলাকায় ওষুধের দোকানে সরবরাহ করা হতো। 

[৫] গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সম্পাদনা : কামরুজ্জামান

এসকে/কে/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়