শিরোনাম
◈ ভালোবাসার শহর প্যারিসে বৃষ্টিভেজা রাতে শুরু হলো অলিম্পিকস ২০২৪ ◈ সজীব ওয়াজেদ জয়ের ৫৩তম জন্মবার্ষিকী আজ ◈ কারফিউ আরো শিথিলের সিদ্ধান্ত হবে আজ, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ একদফা দাবিতে জাতীয় ঐক্যের ডাক বিএনপির ◈ শ্বাসরুদ্ধকর ম্যাচে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে শ্রীলঙ্কা  ◈ ডিবি হেফাজতে কোটা আন্দোলনের ৩ সমন্বয়ক ◈ কোটা আন্দোলন: ঢামেকে চিকিৎসাধীন শিক্ষার্থীসহ তিন জনের মৃত্যু ◈ হেলিকপ্টার দিয়ে মানুষ হত্যার জবাব জনগণ একদিন আদায় করে নেবে: মির্জা ফখরুল ◈ প্রতিটি হামলার ঘটনার বিচার হবে: পররাষ্ট্রমন্ত্রী ◈ সাম্প্রতিক সহিংসতায় আহতদের চিকিৎসার দায়িত্ব নেবে সরকার: প্রধানমন্ত্রী

প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি, ২০২৪, ০৫:৪৪ বিকাল
আপডেট : ২৮ ফেব্রুয়ারি, ২০২৪, ০৫:৪৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শ্রীমঙ্গলে আন্তঃজেলা ছিনতাইকারী দলের ৪ সদস্য গ্রেপ্তার 

স্বপন দেব, মৌলভীবাজার: [২] শ্রীমঙ্গলে আন্তঃজেলা ছিনতাইকারী দলের ৪ সক্রিয় সদস্য গ্রেপ্তার ও ছিনতাই হওয়া টাকা উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

[৩] শ্রীমঙ্গল থানার এস আই তাপস চন্দ্র রায় অফিসার ফোর্সের সহায়তায় ২৬ ফেব্রুয়ারি  সিলেট জেলার বিভিন্ন থানা এলাকায়  অভিযান পরিচালনা করে আন্তঃজেলা ছিনতাইকারী দলের সক্রিয় সদস্য ১. কামাল মিয়া ২. মোঃ হোসেন আহমদ ওরফে তৌফিক ৩. মোঃ বাবুল আহমদ ৪. বেলাল আহমেদ ওরফে জাকির প্রকাশ জাকারিয়া মোল্লা গ্রেপ্তার করা হয়।

[৪] পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামীরা গত ১১ ফেব্রুয়ারি বেলা ১২ টায় শ্রীমঙ্গল থানার আশিদ্রোন ইউপির অন্তর্গত রামনগর গ্রামে শ্রীমঙ্গল টু সিন্দুরখান গামী পাকা রাস্তার উপর একটি সিএনজি গাড়ির গতিরোধ করে নগদ চার লক্ষ আটচল্লিশ হাজার চারশত ছয়ত্রিশ টাকা ও ১টি বাটন মোবাইল ফোন ছিনতাই করে  এবং গত ৬ ডিসেম্বর দুপুর সাড়ে ১২ টায় শ্রীমঙ্গল থানার উত্তরসুর এলাকার বিসিক শিল্প নগরীর সামনে শ্রীমঙ্গল টু হবিগঞ্জ আঞ্চলিক মহাসড়কের উপর একটি সিএনজি গাড়ির গতিরোধ করে নগদ দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা ও ২টি মোবাইল ফোন ছিনতাই করে নিয়ে যায়  

[৫] এস আই তাপস চন্দ্র রায় জানান, ঘটনাস্থলের আশপাশের ও ব্যাংকের সিসি টিভির ফুটেজ পর্যালোচনা এবং তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আসামীদের পরিচয় ও অবস্থান সনাক্ত করে তাদের গ্রেপ্তার করা হয়। আসামীদের নিকট হতে ছিনতাই কাজে ব্যবহৃত ১টি মোটরসাইকেল ও ছিনতাই হওয়া নগদ চব্বিশ হাজার সাতশত দশ টাকাসহ অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়। আসামীদের বিরুদ্ধে ইতিপূর্বে একাধিক ছিনতাই ও চুরি মামলা বিচারাধীন রয়েছে। সম্পাদনা: এ আর শাকিল

প্রতিনিধি/এআরএস

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়