শিরোনাম
◈ দায়িত্ব ছাড়লেন পাকিস্তানের টেস্ট কোচ আজহার মাহমুদ ◈ আজ সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে শুনানি ◈ সংকট নেই তবুও চড়া দাম: পেঁয়াজের বাজারে ‘শেষ মুহূর্তের’ মুনাফা লুটছে অসাধু চক্র ◈ মহাকাশ জয়ের পথে বাংলাদেশ: দেশেই তৈরি হবে রকেট ও স্যাটেলাইট, বসছে নিজস্ব উৎক্ষেপণ কেন্দ্র ◈ আউন্সপ্রতি ৬০ ডলার ছাড়াল রুপা: বিশ্ববাজারে দামের নতুন রেকর্ড ◈ তারেক রহমানের জন্য বাসভবন, অফিস প্রস্তুত ◈ লাগেজ না খুলেই বিস্ফোরক শনাক্ত: বিমানবন্দরে বসছে ইটিডি মেশিন ◈ নির্বাচন পর্যবেক্ষণে মিশন মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন ◈ হাদিকে গুলি, তদন্তে উঠে এলো আঁতকে ওঠার মতো তথ্য  ◈ মুসলিমদের ভোটাধিকার বঞ্চিত করতে ভারতে ভোটার তালিকা সংশোধন 

প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি, ২০২৪, ০৮:৫২ রাত
আপডেট : ২৫ ফেব্রুয়ারি, ২০২৪, ০৮:৫২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে পৃথক মামলায় দু’জনের যাবজ্জীবন

সনতচক্রবর্ত্তী: [২] ফরিদপুরে মাদক ও হত্যা দুই জনকে  যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আসামিরা হলেন মামলায় লিপি বেগম (৪৫) ও হত্যা মামলায় এখলাস মোল্যা (২৫) নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এবং হত্যা মামলায় দু’জনকে খালাস দেওয়া হয়েছে।

[৩] রোববার (২৫.২.২৪) বিকেলে ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদলতের বিচারক শিহাবুল ইসলাম এ দুটি মামলার রায় দেন। আসামিরা রায় ঘোষণার সময় আদালতে হাজির ছিলেন।

[৪] মামলার সূত্রে জানা যায়, ২০১৭ সালের ১৪ মে রাতে ঢাকাগামী একটি বাস থেকে কামারখালি ব্রিজের কাছে পুলিশের চেকপোস্টে ৮০০ গ্রাম হেরোইনসহ লিপিকে আটক করা হয়। আটক লিপি বেনাপোল সরদারপাড়ার মতিয়ার সরদারের স্ত্রী। এ ঘটনায় মধুখালী থানায় মামলা হয়।

[৫] অন্য মামলাটি ২০২০ সালের ২৫ মার্চের। মোবাইল চুরির ঘটনা কেন্দ্র করে চরভদ্রাসন উপজেলার চরসুলতানপুর গ্রামের মঙ্গল শেখের ছেলে রাজমিস্ত্রি সবুজ শেখকে ডেকে নিয়ে চাকু ও ছোরা দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের বাবা শেখ মঙ্গল বাদী হয়ে এখলাস মোল্লা, সুজন শেখ ও সজিব শেখের বিরুদ্ধে থানায় একটি হত্যা মামলা করেন। মামলার অপর দুই আসামিক খালাস দেওয়া হয়েছে।

[৬] রাষ্ট্রপক্ষের সহকারী সরকারি কৌঁসুলি এপিপি অ্যাডভোকেট সানোয়ার হোসেন পৃথক মামলায় দু’জনকে যাবজ্জীবন ও অপর দু’জনের খালাস প্রদানের সত্যতা নিশ্চিত করেছেন। সম্পাদনা: এ আর শাকিল


প্রতিনিধি/এআরএস

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়