আব্দুল্লাহ আল আমীন, ময়মনসিংহ: [২] জাতীয় সংসদ নির্বাচনের পর নির্বাচনী আমেজে মেতে উঠলো ময়মনসিংহ সিটির প্রার্থী ও ভোটাররা। তফসিল অনুযায়ী ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়া হয় শুক্রবার (২৩ ফেব্রুয়ারি)। এর মাধ্যমে এ সিটিতে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু হয়েছে।
[৩] এদিন নগরীর অ্যাডভোকেট তারেক স্মৃতি মিলনায়তনে পাঁচ মেয়র প্রার্থী ও ২১৮ কাউন্সিলর প্রার্থীদের মধ্য প্রতীক বরাদ্দ দেন রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন চৌধুরী।
[৪] মেয়র প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়ার মাধ্যমে শুরু হয়। এর মাধ্যমে সরব হয়ে ওঠেন প্রার্থীরা। মেয়র পদে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী শহিদুল ইসলাম স্বপন মন্ডল পেয়েছেন দলীয় প্রতীক লাঙ্গল, স্বতন্ত্র প্রার্থী সদ্য বিদায়ী সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি মো. ইকরামুল হক টিটু পেয়েছেন দেয়াল ঘড়ি, জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম পেয়েছেন ঘোড়া, উপদেষ্টা পরিষদের সদস্য সাদেকুল হক খান মিল্কী টজু পেয়েছেন হাতি এবং কেন্দ্রীয় কৃষক লীগের সাবেক সদস্য ড. রেজাউল হক হরিণ প্রতীক পেয়েছেন।
[৫] পরে সাধারণ এবং সংরক্ষিত কাউন্সিলর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। এ সময় কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়।
প্রতিনিধি/এনএইচ
আপনার মতামত লিখুন :