শিরোনাম
◈ জানুয়ারিতে চালু হবে ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট  ◈ হাদির খুনিদের দুই সাহায্যকারীকে আটকের দাবি নাকচ করল মেঘালয় পুলিশ ◈ অন্তর্বর্তী সরকারের মেয়াদেই হাদি হত্যার বিচার সম্পন্ন করা হবে,আগামী ১০ দিনের মধ্যে চার্জশিট : স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ নির্বাচন ও গণভোট সামনে রেখে ৮ সিদ্ধান্ত বাস্তবায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ইসির চিঠি ◈ তাহেরির মাহফিল বন্ধ করেছে উপজেলা প্রশাসন, জানা গেল কারণ ◈ সংখ্যালঘু পরিস্থিতি নিয়ে ভারতের উদ্দেশ্যপ্রণোদিত বর্ণনা প্রত্যাখ্যান বাংলাদেশের ◈ নির্বাচনকে সামনে রেখে সাইবার নিরাপত্তা জোরদারের নির্দেশ প্রধান উপদেষ্টার ◈ এনসিপি ও এলডিপি আমাদের সঙ্গে যুক্ত হয়েছে: জামায়াত আমির (ভিডিও) ◈ তারেকের প্রত্যাবর্তন বহুত্ববাদ ও কর্তৃত্ববাদী চক্রের জন্যে পরীক্ষা   ◈ বিকেলে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াতে ইসলামীসহ ৮ দলীয় জোট

প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি, ২০২৪, ০৩:২৮ দুপুর
আপডেট : ২২ ফেব্রুয়ারি, ২০২৪, ০৩:২৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লায় সাড়ে ১৭ কোটি টাকা ব্যায়ের উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

শাহিদুল ইসলাম, কুমিল্লা: [২] দেবিদ্বারে স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরে অর্থায়নে ১৭ কোটি ৫৪ লক্ষ টাকা ব্যয়ে উপজেলা সদর থেকে ‘দুলালপুর’ জিসি ভায়া ‘আবদুল্লাহপুর’ সড়ক উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। 

[৩] বুধবার বিকেলে দেবিদ্বার থানার গেইট এলাকায় ওই সড়ক উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনের শুভ উদ্ভোধন করেন ‘প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ও কুমিল্লা- ৪ দেবিদ্বার আসনের সংসদ সদস্য মো. আবুল কালাম আজাদ। এসড়ক উন্নয়ন হলে ওই এলাকার হাজার হাজার মানুষর যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে অভূতপূর্ব অবদান সৃষ্টি হবে বলে স্থানীয়রা মনে করেন।

[৪] এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রায়হানুল ইসলাম, উপজেলা প্রকৌশলী সবুজ চন্দ্র সরকার, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ আব্দুল মতিন মুন্সী, শেখ আব্দুল আউয়াল, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি লুৎফুর রহমান বাবুল, যুগ্ম-সাধারণ সম্পাদক এজাজ মাহমুদ, সুবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম সারওয়ার ভূইয়া মুকুল, ভানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী জালাল উদ্দিন, কুমিল্লা উত্তর জেলা যুবলীগ নেতা মো. মামুনুর রশিদ, মো. আল-কাইয়ুম, উপজেলা ছাত্রলীগের আহবায়ক মো. আসাদুর রহমান রনী প্রমুখ। সম্পাদনা: এ আর শাকিল

প্রতিনিধি/এআরএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়