শিরোনাম
◈ সমমনাদের অসন্তোষ বাড়ছে, আসন বণ্টনে বিএনপি-র কঠিন সমীকরণ ◈ অর্থনৈতিক প্রবৃদ্ধি থাকলেও বাড়ছে দারিদ্র্য—সতর্ক করছেন বিশেষজ্ঞরা ◈ ২০২৬ ফিফা বিশ্বকাপ: ১২ গ্রুপে ৪৮ দল, একনজরে দেখুন কে কার প্রতিপক্ষ ◈ অবশেষে ‘শান্তি’ পুরস্কার পেলেন ডোনাল্ড ট্রাম্প ◈ খালেদা জিয়ার এন্ডোস্কপি সম্পন্ন, বন্ধ হয়েছে পাকস্থলীর রক্তক্ষরণ ◈ নির্বাচনে অংশ নেওয়া জাতীয় পার্টির নিজস্ব ইচ্ছা: প্রেস সচিব ◈ লা‌তিন - বাংলা সুপার কা‌পে ব্রাজিলের কাছে পরা‌জিত বাংলাদেশ ◈ ব্রিটেনে অবৈধ ডেলিভারি ড্রাইভার অভিযানে ৬০ জনকে ফেরত পাঠানোর সিদ্ধান্ত, বাংলাদেশিও রয়েছেন আটক তালিকায় ◈ শেখ হাসিনার দুঃশাসনে খালেদা জিয়ার ওপর নেমেছিল নিপীড়নের ঝড়: তারেক রহমান ◈ মনোনয়ন পেলেন বিএনপির ১১ নারী প্রার্থী, কে কোন আসনে?

প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি, ২০২৪, ০৫:৪৮ বিকাল
আপডেট : ১৩ ফেব্রুয়ারি, ২০২৪, ০৫:৪৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বোমা উদ্ধার করতে গিয়ে বিস্ফোরণ, এসআইসহ আহত ৩

উত্তম দাস, গৌরনদী: [২] বরিশালের গৌরনদীতে অজ্ঞাতনামা দুর্বৃত্তদের রাখা হাত বোমার বিস্ফোরনে পুলিশের এসআই, কনষ্টেবলসহ তিনজন আহত হয়েছে। আহতদেরকে গুরুতর অবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

[৩] মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার বড় কসবা এলাকার মাসুম হাওলাদারের বাড়িতে এই ঘটনা ঘটে।

[৪] আহতরা হলেন- গৌরনদী মডেল থানার এসআই মো. কামাল হোসেন (৪২), কনষ্টেবল মো. মিজান (৩০), বাড়ির মালিক মো. মাসুম হাওলাদার (৪২)।

[৫] জানা গেছে, উপজেলার বড় কসবা গ্রামের মাসুম হাওলাদারের বসত ঘর সংলগ্ন পাঁকা টয়লেটের ভেতরে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা ব্যাগ ভর্তি অনেকগুলো হাতবোমা (ককটেল) রেখে টয়লেটটির দরজায় তালা মেরে চলে যায়। সকালে ঘুম থেকে উঠে টয়লেটটি তালাবদ্ধ দেখে মাসুম প্রতিবেশীদের জানায়। তাদের পরামর্শে মাসুম সকাল ৯টার দিকে তালা ভেঙে টয়লেটের ভেতরে ব্যাগ ভর্তি হাতবোমা দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে ব্যাগটি উদ্ধার বোমাগুলো পানির বালতিতে রাখতে গেলে বিকট শব্দে সেগুলো বিস্ফোরিত হয়। এ সময় এসআই কামাল হোসেন, কনস্টেবল মিজান ও বাড়ির মালিক মাসুম হাওলাদার মারাত্মকভাবে জখম হন। 

[৬] গৌরনদী মডেল থানার ওসি মো. আনোয়ার হোসেন বলেন, বিষয়টি আমরা খতিয়ে দেখছি। এ ব্যাপারে আইনগত ব্যাবস্থা গ্রহন করা হবে।

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়