শিরোনাম
◈ এবার তারেক রহমান ও মির্জা ফখরুলকে ফেসবুকে ট্যাগ করে যা বললেন সারজিস ◈ সৌদি আরবে বিশ্বের সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্রবিধ্বংসী ‘থাড’ স্থাপন হলো ◈ টেলিকম নীতিমালায় সরকারের তড়িঘড়ি সিদ্ধান্তে উদ্বেগ বিএনপির, স্বচ্ছতা ও অংশগ্রহণমূলক আলোচনার দাবি ◈ তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নিয়োগ: আলোচনায় একাধিক বিকল্প ◈ ফলকার টুর্ককে অবাঞ্ছিত ঘোষণা করল ভেনেজুয়েলার পার্লামেন্ট ◈ ভোলায় স্বামীকে বেঁধে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ: প্রধান আসামিসহ তিনজন গ্রেপ্তার, অভিযুক্ত নেতারা দল থেকে বহিষ্কৃত ◈ মুরাদনগরে মাদককারবারির অভিযোগে তিনজনকে পিটিয়ে হত্যা, একজন গুরুতর আহত ◈ গণঅভ্যুত্থান সরকারের কেউ কেউ ‘লুটপাট’ করে বেহুঁশ হওয়ার দশা: ইশরাক হোসেন ◈ যে কারণে পিআর পদ্ধতি চায় জামায়াত ও ইসলামী আন্দোলন ◈ ‘মেগাস্টার’ শব্দকাণ্ডে বিতর্ক: “আমি মানুষটা ছোট, অন্যকে ছোট করব কীভাবে” — জাহিদ হাসান

প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি, ২০২৪, ০৫:৪৮ বিকাল
আপডেট : ১৩ ফেব্রুয়ারি, ২০২৪, ০৫:৪৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বোমা উদ্ধার করতে গিয়ে বিস্ফোরণ, এসআইসহ আহত ৩

উত্তম দাস, গৌরনদী: [২] বরিশালের গৌরনদীতে অজ্ঞাতনামা দুর্বৃত্তদের রাখা হাত বোমার বিস্ফোরনে পুলিশের এসআই, কনষ্টেবলসহ তিনজন আহত হয়েছে। আহতদেরকে গুরুতর অবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

[৩] মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার বড় কসবা এলাকার মাসুম হাওলাদারের বাড়িতে এই ঘটনা ঘটে।

[৪] আহতরা হলেন- গৌরনদী মডেল থানার এসআই মো. কামাল হোসেন (৪২), কনষ্টেবল মো. মিজান (৩০), বাড়ির মালিক মো. মাসুম হাওলাদার (৪২)।

[৫] জানা গেছে, উপজেলার বড় কসবা গ্রামের মাসুম হাওলাদারের বসত ঘর সংলগ্ন পাঁকা টয়লেটের ভেতরে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা ব্যাগ ভর্তি অনেকগুলো হাতবোমা (ককটেল) রেখে টয়লেটটির দরজায় তালা মেরে চলে যায়। সকালে ঘুম থেকে উঠে টয়লেটটি তালাবদ্ধ দেখে মাসুম প্রতিবেশীদের জানায়। তাদের পরামর্শে মাসুম সকাল ৯টার দিকে তালা ভেঙে টয়লেটের ভেতরে ব্যাগ ভর্তি হাতবোমা দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে ব্যাগটি উদ্ধার বোমাগুলো পানির বালতিতে রাখতে গেলে বিকট শব্দে সেগুলো বিস্ফোরিত হয়। এ সময় এসআই কামাল হোসেন, কনস্টেবল মিজান ও বাড়ির মালিক মাসুম হাওলাদার মারাত্মকভাবে জখম হন। 

[৬] গৌরনদী মডেল থানার ওসি মো. আনোয়ার হোসেন বলেন, বিষয়টি আমরা খতিয়ে দেখছি। এ ব্যাপারে আইনগত ব্যাবস্থা গ্রহন করা হবে।

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়