মোস্তফা কামরুল, ফটিকছড়ি: ডিজিটাল সিকিউরিটি আইনে দায়েরকৃত একটি মামলায় চট্টগ্রামের ফটিকছড়ির বাগানবাজার ইউপির সাবেক চেয়ারম্যান মোঃ রুস্তম আলীকে কারাগারে পাঠিয়েছে সংশ্লিষ্ট আদালত।
জানা গেছে, বাগানবাজারের একটি ওয়াজ মাহফিলে ফটিকছড়ির সাংসদকে নিয়ে কটূক্তি করে বক্তব্য রাখেন তৎকালিন চেয়ারম্যান মোঃ রুস্তম আলী। এ নিয়ে ওমর ফারুক নামে এক ব্যক্তি রুস্তম আলীর বিরুদ্ধে ভূজপুর থানায় ডিজিটাল সিকিউরিটি আইনে মামলা দায়ের করেন। থানা পুলিশ তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল করলে আদালত আসামীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এর মধ্যে উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের আগাম জামিন নেন ৫ বারের নির্বাচিত সাবেক এই চেয়ারম্যান রুস্তম আলী।
উচ্চ আদালতের জামিনের মেয়াদ শেষ হওয়ায় মঙ্গলবার চট্টগ্রামে ডিজিটাল নিরাপত্তা আইনের সংশ্লিষ্ট ট্রাইবুনালে আত্নসমর্পন করে জামিন চাইলে বিচারক জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করে।