তপু সরকার হারুন, শেরপুর: [২] শেরপুরে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট ২০২৩-২০২৪ খেলার উদ্বোধন করা হয়েছে। জাতীয় স্কুলের খুদে স্কুল ক্রিকেটারদের অংশগ্রহণে সোমবার সকাল ৯টায় খেলার উদ্বোধন করেন শেরপুরের সু-যোগ্য জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম।
[৩]এই উপলক্ষে শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ষ্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় শেরপুর সরকারী ভিক্টেরিয়া একাডেমী, শেরপুর নবারুন পাবলিক স্কুল, শেরপুর জিকে পাইলট উচ্চবিদ্যালয় এবং শেরপুর আইডিয়াল প্র্রিপারেটরী এন্ড হাইস্কুল অংশগ্রহন করেন।
[৪] এসময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপ-সচিব ও শেরপুর জেলা অতিরিক্ত জেলা প্রশাসক মুক্তদিরুল আহাম্মেদ, জেলা ক্রিড়াসংস্থার সাধারন সম্পাদক মানিক দত্ত, জেলা আম্পায়ার হাকিম বাবুল, শ্রী ধীরেন্দ্র চন্দ্র সরকার জেলা ক্রিড়া অফিসার জেলা বিভিন্ন স্কুলের শিক্ষক খেলোয়ার বৃন্দ ও শেরপুরের গনমাধ্যমকর্মী।
প্রতিনিধি/একে
আপনার মতামত লিখুন :