জাহাঙ্গীর লিটন, লক্ষ্মীপুর: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুরের ৪টি আসনে ৪৯ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এরমধ্যে মনোনয়ন পত্র জমা দেয়ার শেষ দিন বৃহস্পতিবার পর্যন্ত জেলার ৪টি আসনে মোট ৪৩ জন প্রার্থী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
প্রতিটি আসনে আওয়ামী লীগের (নৌকার) বিপক্ষে স্বতন্ত্র প্রার্থী ছাড়াও জাতীয় পার্টি, তৃণমূল বিএনপিসহ অন্যান্য দলের একাধিক প্রার্থীও মনোনয়নপত্র দাখিল করেছেন।
জেলা নির্বাচন অফিস ও রিটার্ণিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়,
লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ):
আওয়ামী লীগ মনোনীত ড. আনোয়ার হোসেন খান এমপি, জাতীয় পার্টির মাহমুদুর রহমান মাহমুদ, তৃনমূল বিএনপি’র এম এ আউয়াল (সাবেক এমপি), তরিকত ফেডারেশনের মো. শাহাজালাল ও স্বতন্ত্র প্রার্থী হয়েছেন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য হাবিবুর রহমান পবন, ফারুক হোসেনসহ ৯ জন।
লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদর আংশিক):
আওয়ামী লীগ মনোনীত নুর উদ্দিন চৌধুরী নয়ন এমপি, জাতীয় পার্টির মো. বোরহান উদ্দিন, স্বতন্ত্র প্রার্থী হয়েছেন, সাবেক ছাত্র নেতা এ এফ জসীম উদ্দিন, সাবেক এমপি পাপুলের স্ত্রী সেলিনা ইসলাম এমপি (সংরক্ষিত নারী আসন), চৌধুরী রুবিনা ইয়াছমিন লুবনা (নুর উদ্দিন চৌধুরী নয়ন এমপির স্ত্রী), আব্দুল্লাহ আল মাসুদ, মিরাজ মুক্তাদির, জহির হোসেন, বাংলাদেশ ইসলামীক ফ্রন্ট এর মো. মোরশেদ আলম, জাসদ এর মো. আমির হোসেনসহ ১৩ জন।
লক্ষ্মীপুর-৩ সদর:
আওয়ামী লীগ মনোনীত গোলাম ফারুক পিঙ্কু এমপি, জাতীয় পার্টির মুহাম্মদ রাকিব হোসেন, আব্দুর রহিম, তৃণমূল বিএনপি’র মো. নাঈম হাসান, বাংলাদেশ ওয়ার্কাস পার্টি মো. মাহাবুবুল করিম টিপু, জাকের পার্টির শামছুল করিম, স্বতন্ত্র প্রার্থী আওয়ামীলীগ নেতা এম এ সাত্তার, আবুল হাশেম,মনীন্দ্র কুমার নাথ, জেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি বেলায়েত হোসেন বেলাল, আওয়ামীলীগ নেতা মুহাম্মদ মনিরুজ্জামান, দেলোয়ার হোসেন, খোকন চন্দ্র পালসহ সর্বমোট ১৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন।
লক্ষ্মীপুর-৪ রামগতি ও কমলনগর:
আওয়ামী লীগ মনোনীত কেন্দ্রীয় কমিটির কৃষি বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, বিকল্পধারা বাংলাদেশ এর মহাসচিব মেজর অব.আব্দুল মান্নান। স্বতন্ত্র প্রার্থী হলেন, সাবেক এমপি মো. আব্দুল্লাহ, ইস্কান্দার মীর্জা শামীম, আব্দুস সাত্তার, মো. মাহবুবুর রহমান, মাহমুদা বেগমসহ ৯ জন।
প্রতিনিধি/একে
আপনার মতামত লিখুন :