শরিফুল ইসলাম : জামালপুরের ইসলামপুর ও দেওয়ানগঞ্জ উপজেলার ৭ ইউপি নির্বাচনে দুই একটি বিক্ষিপ্ত ঘটনার মধ্যে দিয়ে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার নির্বাচন কমিশন ঘোষিত ৮ম ধাপে জামালপুর জেলার ইসলামপুর ও দেওয়ানগঞ্জ উপজেলার ৭টি ইউপি নির্বাচনে ৩২ জন চেয়ারম্যান, সাধারণ মেম্বার ২৩৭ ও সংরক্ষিত মহিলা মেম্বার পদে ৯৫ জন প্রার্থী প্রতিদন্দীতা করছেন। সকাল থেকেই উৎসব মুখর পরিবেশের মধ্যে দিয়ে ইভিএম পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হয়।
ইসলামপুর উপজেলার পাথর্শী ইউনিয়নের ৪০ নং শশারিয়া বাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কেন্দ্রে পুলিং এজেন্টের কাউকেই কার্ড দেওয়া হয় নাই বলে অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে প্রিজাইটিং অফিসার লিয়াকত হোসেন বলেন, সময়ের সল্পতার কারনে পুলিং এজেন্ট কার্ড দিতে পারিনি।
এদিকে ৫ নং নোয়ারপাড়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ২ মেম্বার প্রার্থীর মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। পরে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
৭টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অবাধ,সুষ্ঠ ও নিরপেক্ষ করতে, নির্বাহী ম্যাজিষ্ট্রেট,র্যাব,বিজিবি, পুলিশ ও আনসার বাহিনী মাঠে কাজ করেছেন।
নির্বাচন শেষে চিনাডুলি ইউনিয়নে বলিয়াদহ কেন্দ্রে ফুটবল সমর্থক ও টিউবওয়েল প্রার্থীর সমর্থকরা ব্যাপক সংঘর্ষ জড়িয়ে পরলে পুলিশ ২০ রাউন্ড টিয়ারসেল ও রাবার গুলি নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ।