শিরোনাম
◈ ভালোবাসার শহর প্যারিসে বৃষ্টিভেজা রাতে শুরু হলো অলিম্পিকস ২০২৪ ◈ সজীব ওয়াজেদ জয়ের ৫৩তম জন্মবার্ষিকী আজ ◈ কারফিউ আরো শিথিলের সিদ্ধান্ত হবে আজ, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ একদফা দাবিতে জাতীয় ঐক্যের ডাক বিএনপির ◈ শ্বাসরুদ্ধকর ম্যাচে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে শ্রীলঙ্কা  ◈ ডিবি হেফাজতে কোটা আন্দোলনের ৩ সমন্বয়ক ◈ কোটা আন্দোলন: ঢামেকে চিকিৎসাধীন শিক্ষার্থীসহ তিন জনের মৃত্যু ◈ হেলিকপ্টার দিয়ে মানুষ হত্যার জবাব জনগণ একদিন আদায় করে নেবে: মির্জা ফখরুল ◈ প্রতিটি হামলার ঘটনার বিচার হবে: পররাষ্ট্রমন্ত্রী ◈ সাম্প্রতিক সহিংসতায় আহতদের চিকিৎসার দায়িত্ব নেবে সরকার: প্রধানমন্ত্রী

প্রকাশিত : ৩০ নভেম্বর, ২০২৩, ০১:২৯ দুপুর
আপডেট : ৩০ নভেম্বর, ২০২৩, ০৬:৫৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শিখরকে সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দিলেন ক্রিকেট তারকা সাকিব

মনোনয়ন ফরম জমা দিলেন সাকিব

নাঈমুর রহমান ও মো. সাইফুল্লাহ, মাগুরা: [২] বৃহস্পতিবার বেলা  সাড়ে ১২টার দিকে মাগুরা জেলা প্রশাসক কার্যালয়ে মাগুরা-১ আসনে (মাগুরা সদর- শ্রীপুর) আওয়ামী লীগের মনোনীত প্রার্থী, জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান মনোনয়নপত্র জমা দেন।

[৩] মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগের  হাতে মনোনয়নপত্র জমা দেন সাকিব। একইসঙ্গে মাগুরা-২ আসনের মনোনয়নপত্র জমা দেন সাবেক মন্ত্রী ও বর্তমান  সংসদ সদস্য  ড.  বীরেন শিকদার।

[৪] সাকিবের সঙ্গে মাগুরা-১ আসনের বর্তমান সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর, জেলা আওয়ামী লীগের সভাপতি আ ফ ম আব্দুল ফাত্তাহ্, সাধারণ সম্পাদক পঙ্কজ কুন্ডুসহ দলের জেলা কমিটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

[৫] মনোনয়ন পত্র জমা দেওয়ার পর শোকজের বিষয়ে সাকিব বলেন- শোকজের নোটিশ পেয়েছি। চিঠিতে কী লেখা আছে- তা দেখে জবাব দেবো। প্রতিশ্রুতির বিষয়ে তিনি বলেন- মাত্র ফরম জমা দিলেন। এখনো অফিসিয়াল কার্যক্রম বাকী। এ বিষয়ে পরে কথা বলবো।

[৬] এ সময় সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর বলেন, প্রধানমন্ত্রী সাকিব আল হাসানকে মনোয়ন দেয়ার পর আমরা নির্বাচনী প্রক্রিয়া শুরু করেছি। আমরা খুবই আশাবাদী সাকিবকে বিপুল ভোটে বিজয়ী করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে উপহার পাঠাবো। সম্পাদনা: তারিক আল বান্না

প্রতিনিধি/এনএইচ/টিএবি

  • সর্বশেষ
  • জনপ্রিয়