শিরোনাম
◈ স্কুল-কলেজে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধের সিদ্ধান্ত ◈ ২০২৬ সালে যেদিন শুরু হতে পারে রমজান মাস ◈ ফের কলিং ভিসার কোটা খুলছে মালয়েশিয়া ◈ বাংলাদেশে পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী: চার সমঝোতা স্মারকে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক জোরদারের পথে ◈ নির্বাচন নিয়ে কারও কারও বক্তব্য জনমনে জিজ্ঞাসার জন্ম দিয়েছে: তারেক রহমান ◈ টাঙ্গাইলে সদ্য নিয়োগপ্রাপ্ত জিপির কার্যালয়ে তালা ঝুলিয়ে দিল বিক্ষুব্ধ আইনজীবীরা ◈ নোয়াখালীতে প্রধান শিক্ষকের সাথে সহকারী শিক্ষিকার আপত্তিকর ভিডিও ফাঁস ◈ কুমিল্লায় শিশুশ্রমের তদন্তে গিয়ে শ্রম পরিদর্শক অবরুদ্ধ, ফ্রি খাবারের অভিযোগে দ্বন্দ্ব ◈ ফরিদপুরে হাসপাতালের জলাবদ্ধতা নিরসনে সড়কে মাছ ছেড়ে প্রতিবাদ ◈ দীর্ঘ ২২ বছর পর হোসেনপুরে বিএনপির সম্মেলন, হট্টগোলের কারণে কমিটি স্থগিত

প্রকাশিত : ০৮ নভেম্বর, ২০২৩, ০৯:২৪ রাত
আপডেট : ০৮ নভেম্বর, ২০২৩, ০৯:২৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সারা জীবন মানুষের সেবা করতে চাই- ইঞ্জি. সালাম চৌধুরী 

জাহিদুল হক চন্দন, মানিকগঞ্জ: [২] রাজনীতি করি মানুষের জন্য, তাদের বিপদে পাশে থাকার জন্য। শুধু নির্বাচন এলে মানুষের পাশে থাকতে চাই না। সারা জীবন মানুষের সেবা করতে চাই। এ প্রতিবেদককে এভাবে কথাগুলো বলছিলেন মানিকগঞ্জ-২ আসনের নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার সালাম চৌধুরী। 

[৩] তিনি বিজিএমইএ’র সাবেক পরিচালক, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাবেক কার্যনির্বাহী কমিটির সদস্য ও হরিরামপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি। বর্তমানে ইঞ্জিনিয়ার সালাম চৌধুরী ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা। তিনি দীর্ঘদিন ধরে দান অনুদান করছেন মসজিদ, মাদরাসা, স্কুল-কলেজ, সামাজিক-সাংস্কৃতিক প্রতিষ্ঠান ও সমাজের অভাবী জনগোষ্ঠীকে। এ ছাড়া নদী ভাঙনের শিকার বহু আশ্রয়হীন মানুষের ঘরবাড়ি তৈরি করে দিয়ে এলকাবাসীর প্রশংসা কুড়িয়েছেন তিনি।

[৪] নির্বাচনকে সামনে রেখে উঠান বৈঠক, সভা সমাবেশ, ব্যানার-ফেস্টুন, পোস্টার ও লিফলেট বিতরণসহ নানাভাবে বর্তমান সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরে নৌকার পক্ষে ভোট প্রার্থনা করছেন সালাম চৌধুরী।

[৫] ইঞ্জিনিয়ার সালাম চৌধুরী  বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ একটি বৃহৎ রাজনৈতিক সংগঠন। আগামী সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের মনোনয়ন চাইবো। এ আসন থেকে একাধিক প্রার্থী মনোনয়ন চাইতেই পারেন। দল যাকে যোগ্য ভেবে মনোনয়ন দিবে তিনিই নির্বাচন করবেন। আমি দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতি করছি। কখনও সংগঠনের সিদ্ধান্তের বাইরে যাইনি। আমার বিশ্বাস দল যোগ্যতার ভিত্তিতে মনোনয়ন দিবেন।
 
[৬] আরো বলেন, বিগত পাঁচ বছর জেলা পরিষদের সদস্য হিসেবে এ নদী ভাঙ্গন অঞ্চলের মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। দলীয় মনোনয়ন পেয়ে নৌকা প্রতীকে নির্বাচিত হয়ে মানুষের পাশে থাকতে হবে বিষয়টি এমন না। ব্যক্তিগতভাবে সব সময় চেষ্টা করি এ অঞ্চলের মানুষের সুখ দুঃখে পাশে থাকার। তবে একজন সংসদ সদস্য হিসেবে কাজ করার পরিধি তৈরি হয়। এ সুযোগ পেলে আরো কাজ করার সুযোগ মিলবে। 

[৭] তিনি বলেন, দুই যুগ ধরে দলীয় কর্মকাণ্ড ও সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরে নৌকার পক্ষে জনমত গঠনে ভূমিকা রেখেছি। এই এলাকার বাসিন্দা হিসেবে অবহেলিত এই জনপথটির উন্নয়নের লক্ষ নিয়ে দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নিতে চাচ্ছি। আশা করছি জননেত্রী শেখ হাসিনা এবার আমাকে মনোনয়ন দেবেন। মনোনয়ন পেলে বিজয়ী হবো। এমপি হয়ে হরিরামপুর উপজেলার নদী ভাঙনরোধে স্থায়ী ব্যবস্থাসহ দক্ষিণ মানিকগঞ্জকে একটি উন্নত আধুনিক জনপদে পরিণত করবো। সম্পাদনা: এ আর শাকিল

প্রতিনিধি/এআরএস

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়