জিয়াবুল হক, টেকনাফ: [২] কক্সবাজার টেকনাফের সাবরাং ইউনিয়নের লেজিরপাড়া এলাকায় সোমবার (২৫ সেপ্টেম্বর) রাতে অভিযান পরিচালনা করে ১ লাখ ইয়াবাসহ এক নারী মাদক কারবারীকে আটক করেছে র্যাব-১৫।
[৩] জানা যায়, সাবরাং ইউনিয়নের লেজিরপাড়া এলাকার মৃত অলি আহমদ এর বসত ঘরের ভিতর কতিপয় মাদক কারবারি ইয়াবা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন খবরে সোমবার রাতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় এক নারী মাদক কারবারিকে আটক করা হয় হয় এবং অপর এক মাদক কারবারি দৌড়ে পালিয়ে যায়।
[৪] প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক নারী উল্লেখিত বাড়ীটি তাদের নিজেদের বলে জানায় ও উক্ত বসত ঘরের খাটের নিচে সাদা রংয়ের প্লাষ্টিকের ব্যাগের ভিতর ইয়াবা মজুদ রয়েছে মর্মে স্বীকার করে। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক আটককৃত মহিলার দেহ ও বসতঘর তল্লাশী করে খাটের নিচে থাকা সাদা রংয়ের প্লাষ্টিকের ব্যাগের ভিতর হতে এক লাখ ইয়াবা উদ্ধার করা হয়।
[৫] আটক নারী মাদক কারবারি সাবরাং ইউনিয়নের লেজির পাড়া মৃত অলি আহমদের মেয়ে ও হাফিজ উল্লাহর স্ত্রী রুজিনা আক্তার।
[৬] জিজ্ঞাসাবাদে জানা যায়, সে এবং পলাতক মাদক কারবারি সম্পর্কে ভাই-বোন। তারা বেশ কিছু দিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে নানাবিধ অভিনব পন্থায় কক্সবাজারসহ দেশের বিভিন্ন স্থানে ইয়াবা চালান সরবরাহ/বিক্রয় করে আসছে। মাদকদ্রব্য ইয়াবা পার্শ্ববর্তী সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ করে নিজের হেফাজতে বসত ঘরে মজুদ করে এবং পরবর্তীতে মজুদকৃত ইয়াবার চালান স্থানীয় এলাকায় বিক্রয়ের পাশাপাশি তারা আর্থিকভাবে অধিক লাভবান হওয়ার জন্য কক্সবাজারসহ দেশের বিভিন্ন স্থানে ইয়াবা বিক্রয় করে আসছিল বলে জানায়।
[৭]জব্দ ইয়াবাসহ আটক ও পলাতক মাদক কারবারিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে কক্সবাজার জেলার টেকনাফ মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।
প্রতিনিধি/একে
আপনার মতামত লিখুন :