হারুন-অর-রশীদ, ফরিদপুর: জেলার ভাঙ্গা উপজেলায় অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী'কে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
শনিবার (০৩ জুন) দুপুরে ফরিদপুরের আদালতে তাদের পাঠানো হয়েছে।
এর আগে শুক্রবার (০২ জুন) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার চৌকিঘাটা গ্রাম থেকে তাদের আটক করা হয়।
আটক দম্পতি হলেন- কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানার শদিলাই এলাকার আনোয়ার হোসেনের ছেলে মো. সবুজ মিয়া (৪০) ও তার স্ত্রী আরজু আক্তার (৩২)।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ভাঙ্গা জোন) মোহাম্মদ মামুনুর রশীদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই স্বামী-স্ত্রী'কে আটক করা হয়। তারা কুমিল্লা থেকে মাদক এনে ফরিদপুরসহ বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছেন। এ ব্যাপারে এসআই হাফিজুর রহমান বাদী হয়ে আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় একটি মাদক মামলা দায়ের করেছেন। সম্পাদনা: অনিক কর্মকার
প্রতিনিধি/একে