শিরোনাম
◈ যুদ্ধক্ষেত্রের ‘সাইলেন্ট কিলার’ হারোপ ড্রোনের বিশেষত্ব কী? (ভিডিও) ◈ এখানে আরেকটা বেয়াদব আছে, সে শহীদ ফ্যামিলিকে ননসেন্স বলেছে: সংবাদ সম্মেলনেই শহীদ ইয়ামিনের বাবা(ভিডিও) ◈ দুপুরের মধ্যে সব রাজনৈতিক দলকে ডেকে আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবি, জানিয়েছেন জামায়াতের ঢাকা দক্ষিণের সেক্রেটারি ◈ ভরসার বিনিময়ে পেয়েছি অশ্বডিম্ব, সব দোষ এখন ছাত্র উপদেষ্টা নন্দঘোষ: উপদেষ্টা মাহফুজ ◈ পাকিস্তানের চীনা জে-১০ দিয়ে ভারতের রাফাল যুদ্ধবিমান ধ্বংস! ◈ জুমার নামাজের পর বড় কর্মসূচির ঘোষণা হাসনাতের, উত্তাল যমুনা, তৈরি হচ্ছে মঞ্চ ◈ যমুনার সামনে এখনো চলছে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ ◈ আমি তো বাড়িতেই ছিলাম, আমি তো পালাইনি, গ্রেপ্তার করার সময় বলেছেন আইভী ◈ পাকিস্তান-ভারত যুদ্ধ যেন পারমাণবিক যুদ্ধে পরিণত না হয়: যুক্তরাষ্ট্র ◈ পাক-ভারত সংঘাতের কার‌ণে ‌পিএসএল পাকিস্তান থেকে সরে গেলো আরব আ‌মিরা‌তে 

প্রকাশিত : ২৯ মে, ২০২৩, ০৫:৫৯ বিকাল
আপডেট : ২৯ মে, ২০২৩, ০৬:০৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুষ্টিয়ায় ভাইকে হত্যার দায়ে সৎ ভাইয়ের মৃত্যুদণ্ড

ফয়সাল চৌধুরী: কুষ্টিয়ায় ভাই ফামিদ হোসেনকে কুপিয়ে হত্যার দায়ে সৎ ভাই মিলন হোসেনকে  মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। 

সোমবার (২৯মে) বেলা ৪টার দিকে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রুহুল আমিন আসামীর উপস্থিতিতে এই রায় ঘোষনা করেন।

মৃত্যুদন্ড দন্ডপ্রাপ্ত মিলন হোসেন (৩৮) কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার জামালপুর কান্দিপাড়া গ্রামের নান্দু মন্ডলের ছেলে। কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের কৌশুলী(পিপি) এ্যাডভোকেট অনুপ কুমার নন্দী রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

 জানা গেছে, জমিজমা নিয়ে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার জামালপুর কান্দিপাড়া গ্রামের নান্দু মন্ডলের ছেলে মিলন হোসেন এর সাথে তার সৎ ভাই ফামিদ হোসেন এর বিরোধ চলে আসছিলো। এই জেরে গত ২০২১ সালের  ১১ এপ্রিল সকালে বাড়ীর পাশের একটি চায়ের দোকানে চা খাওয়ার সময় মিলন হোসেন তার হাতে থাকা মাংস কাটার ডাসা দিয়ে পেছন থেকে  এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করে সৎভাই ফামিদকে । 

এই ঘটনায় পরের দিন নিহত ফামিদ এর স্ত্রী রোজিনা খাতুন বাদী হয়ে দৌলতপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।  মামলার দির্ঘ তদন্ত শেষে আসামী মিলন হোসেনকে অভিযুক্ত করে ২০২১ সালের ২৬ সেপ্টেম্বর মামলার চুড়ান্ত তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করেন মামলা তদন্তকারী কর্মকর্তা। পরে দীর্ঘ শুনানি  শেষে মামলার ৯ জন সাক্ষীর সাক্ষ্য প্রমান শেষে নির্ধারিত ধার্য তারিখে আসামির মিলন হোসেনকে মৃত্যুদণ্ড দেন আদালত।

প্রতিনিধি/জেএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়