শিরোনাম
◈ ভালোবাসার শহর প্যারিসে বৃষ্টিভেজা রাতে শুরু হলো অলিম্পিকস ২০২৪ ◈ সজীব ওয়াজেদ জয়ের ৫৩তম জন্মবার্ষিকী আজ ◈ কারফিউ আরো শিথিলের সিদ্ধান্ত হবে আজ, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ একদফা দাবিতে জাতীয় ঐক্যের ডাক বিএনপির ◈ শ্বাসরুদ্ধকর ম্যাচে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে শ্রীলঙ্কা  ◈ ডিবি হেফাজতে কোটা আন্দোলনের ৩ সমন্বয়ক ◈ কোটা আন্দোলন: ঢামেকে চিকিৎসাধীন শিক্ষার্থীসহ তিন জনের মৃত্যু ◈ হেলিকপ্টার দিয়ে মানুষ হত্যার জবাব জনগণ একদিন আদায় করে নেবে: মির্জা ফখরুল ◈ প্রতিটি হামলার ঘটনার বিচার হবে: পররাষ্ট্রমন্ত্রী ◈ সাম্প্রতিক সহিংসতায় আহতদের চিকিৎসার দায়িত্ব নেবে সরকার: প্রধানমন্ত্রী

প্রকাশিত : ২৬ মে, ২০২৩, ০৬:৫৬ বিকাল
আপডেট : ২৬ মে, ২০২৩, ১১:৫০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সড়ক দুর্ঘটনায় সেনা সদস্য নিহত, চালক গ্রেপ্তার

স্বপন দেব, মৌলভীবাজার: কমলগঞ্জে সিএনজির ধাক্কায় সেনাবাহিনীর সদস্য সাইফুর নিহত হওয়ার ঘটনায় ঘাতক সিএনজি অটোরিকশাসহ চালককে গ্রেপ্তার করছে পুলিশ।

বৃহস্পতিবার (২৫ মে) রাতে রাজনগর থানা এলাকা থেকে সিএনজির চালক আব্দুল মতিনকে (২৫) গ্রেপ্তার করেন।

জানা যায়, গত ২২ মে দুপুর ১টায় কমলগঞ্জ থানার গুলেরহাওর এলাকায় পাকা সড়কের উপরে একটি অজ্ঞাতনামা সিএনজি গাড়ি সেনাসদস্য সাইফুর রহমান এর মোটরসাইকেলে ধাক্কা মারলে নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে থাকা ওয়াই-ফাই এর খুটির সাথে ধাক্কা খায়। এতে সাইফুর গুরুতর আহত হয়। পরবর্তীতে সেদিনই বিকেল সাড়ে ৫টার সময় সিএমএইচ, সিলেট এ চিকিৎসাধীন অবস্থায় সাইফুর রহমান মৃত্যুবরন করেন।

ঘটনার পর থেকেই কমলগঞ্জ থানা পুলিশ দুর্ঘটনায় জড়িত সিএনজি অটোরিকশা এবং এর চালককে খুঁজতে থাকে। পরে প্রত্যক্ষদর্শীদের বক্তব্য এবং তাদের তোলা একটি ছবির সহায়তায় পুলিশ সিএনজি অটোরিকশাটি শনাক্ত করে।

কমলগঞ্জ থানার ওসি সঞ্জয় চক্রবর্তী জানান, এ ঘটনায় সেনা সদস্য এর পিতা আব্দুস সোবহান খান বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। শুক্রবার গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়