মো. আসাদুল্লাহ, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে প্রায় ১ কোটি দুই লাখ ৬০ হাজার টাকা মূল্যের এক কেজি ২৬ গ্রাম হেরোইনসহ মো. জিয়াকুর নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বৃহস্পতিবার (২৫ মে) রাতে সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের চন্দ্রনারায়ণপুর-চরবাগডাঙ্গাগামী পাকা রাস্তা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত জিয়াকুর শিবগঞ্জ উপজেলার পিরগাছী গ্রামের মৃত আজাহার আলীর ছেলে।
বৃহস্পতিবার র্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে হেরোইন নিয়ে যাওয়ার পথে জিয়াকুরকে হাতেনাতে গ্রেপ্তার করে র্যাব। অভিযানে নেতৃত্ব দেন র্যাব-৫, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম।
এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় একটি নিয়মিত মাদক মামলা করা হয়েছে। সম্পাদনা: ইমরান শেখ
প্রতিনিধি/আইএস২