শিরোনাম
◈ মার্কিন বাণিজ্য প্রতিনিধিদল ঢাকা আসছে আজ ◈ চীনা দূতাবাস কর্মকর্তাদের দক্ষিণ এশিয়ায় হস্তক্ষেপের অভিযোগ, ভারতকে সতর্ক থাকার আহ্বান তিব্বতের সাবেক প্রধানমন্ত্রী সাংয়ের ◈ সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি, সেই ফারিয়াসহ তিনজন কারাগারে ◈ ক্যালিফোর্নিয়ায় সোশ্যাল মিডিয়া ব্যবহারে তামাকের মতো সতর্কবার্তা প্রদর্শনের বিল অনুমোদন ◈ লন্ডনে এক লাখেরও বেশি মানুষের অভিবাসনবিরোধী সমাবেশ, পুলিশের সঙ্গে সহিংস সংঘর্ষে আহত ২৬ কর্মকর্তা ◈ কক্সবাজারে স্ত্রীকে ধর্ষণের পর তার সামনে স্বামীকে হত্যা ◈ এক ম্যাচে দুই ভাইয়ের গোল, ইন্টার মিলান‌কে হারা‌লো জুভেন্টাস ◈ আজ থেকে চাকসু ও হল সংসদ নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ শুরু, ভোট ১২ অক্টোবর ◈ বাংলাদেশের পোশাক রপ্তানি ২২% বৃদ্ধি, চীনের হারানো অর্ডার এলো দেশে ◈ বিরল দৃশ্যের অবতারণা, কাবা ঘরের ওপর নেমে এলো চাঁদ

প্রকাশিত : ২৮ মার্চ, ২০২৩, ১১:১৯ রাত
আপডেট : ২৯ মার্চ, ২০২৩, ০৭:১০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সীতাকুণ্ডের কাঁচা আম রপ্তানি হচ্ছে ইতালিতে

এম,ইব্রাহিম খলিল: চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার কাঁচা আম রপ্তানি হচ্ছে ইউরোপের দেশ ইতালিতে। মঙ্গলবার রাতে কাঁচা আমের একটি  চালান ইতালির উদ্দেশে পাঠানো হবে বলে জানিয়েছেন। উপজেলা  কৃষি  কর্মকর্তা  রপ্তানিকারক প্রতিষ্ঠান আদাব ইন্টারন্যাশনাল ব্যাপারে জানান। এর আগে ও  ২০ মার্চ  সীতাকুণ্ড থেকে  কাঁচা আম ইউরোপের দুই দেশ ইতালি ও সুইডেনে রপ্তানি হয়েছে ।

সীতাকুণ্ড উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো হাবিবউল্লাহ  সেগুলোর মান যাচাই করে ছাড় পত্র দেওয়ার পর এই কাঁচা  আম রপ্তানি করার জন্য  প্যাকেজিং করা হয়। রপ্তানি উপযোগি এমন আম বাছাই করে বাগান থেকে পাড়া হয়। রপ্তানির জন্য এবারও আম কেনা হয়েছে উপজেলার  দক্ষিণ ইদিলপুরের আম গাছের মলিক মাহমুদ হাসানের কাছ থেকে।  ২৭ মার্চ সোমবার বিকালে  আম গাছ থেকে   সংগ্রহ করে ঢাকায় রপ্তানিকারক প্রতিষ্ঠানে পাঠিয়েছেন।

কৃষিবিদ হাবিবুল্লাহ  বড় সাইজের আম পাড়ার পর পরিক্ষা করেন। মোড়কজাত করে ঢাকায় রপ্তানিকারক প্রতিষ্ঠানের নিকট পাঠানো হয়েছে।

সীতাকুণ্ড  থেকে ১০০ মন  কাঁচা আম রপ্তানি  হল  ইতালিতে বিকাল তিনটায়  কৃষিবিদ হাবিবুল্লাহ বলেন রপ্তানি কারক এর সময়  খুব  কম কন্টেইনার /কার্গো খালি থাকলে  ৫/১০ মন কাঁচা আমও টমাটো দিয়ে মোড়ক জাত করে রপ্তানি  করা হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাবিবুল্লাহ বলেন, সীতাকুণ্ডের কাঁচা আম রপ্তানি হওয়ায় চাষিরা আম চাষে উৎসাহিত হবেন। আমের গুণগত মান ঠিক রাখার বিষয়ে চাষিদের পরামর্শ দেওয়া হচ্ছে।

প্রতিনিধি/এসএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়