শিরোনাম
◈ সাগর খালি, ঘাট নীরব: কক্সবাজারে সামুদ্রিক মাছের সংকট ◈ প‌রিচালক নাজমুল বি‌সি‌বি থে‌কে পদত‌্যাগ না করা পর্যন্ত  মাঠে নামবেন না ক্রিকেটাররা: সংবাদ স‌ম্মেল‌নে কোয়াব সভাপ‌তি ◈ সাফ ফুটসাল চ‌্যা‌ম্পিয়ন‌শি‌পে বাংলা‌দে‌শের কা‌ছে পাত্তাই পে‌লো না ভারত ◈ জ্বালানি ও বিদ্যুৎ মহাপরিকল্পনায় তাড়াহুড়ো কেন, প্রশ্ন সিপিডির  ◈ অনির্দিষ্টকালের জন্য বিপিএল স্থগিত করলো বিসিবি ◈ ইসলামী আন্দোলনের জন্য অপেক্ষা, ৫০ আসন ফাঁকা রেখেই সমঝোতা ১০ দলের! ◈ বিপিএলের ম্যাচ দেখতে না পারায় মিরপুর স্টেডিয়ামের বাইরে বিক্ষুব্ধ জনতার ভাংচুর (ভিডিও) ◈ দাবি আদায়ে বারবার সড়ক অবরোধের প্রবণতা, দায় কার? ◈ রাস্তায় দাঁড়িয়ে নিয়োগপ্রত্যাশী শিক্ষকদের কথা শুনলেন তারেক রহমান ◈ শহীদ হাদি হত্যা মামলায় নতুন মোড়, পুনঃতদন্তের নির্দেশ

প্রকাশিত : ২৮ মার্চ, ২০২৩, ১১:১৯ রাত
আপডেট : ২৯ মার্চ, ২০২৩, ০৭:১০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সীতাকুণ্ডের কাঁচা আম রপ্তানি হচ্ছে ইতালিতে

এম,ইব্রাহিম খলিল: চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার কাঁচা আম রপ্তানি হচ্ছে ইউরোপের দেশ ইতালিতে। মঙ্গলবার রাতে কাঁচা আমের একটি  চালান ইতালির উদ্দেশে পাঠানো হবে বলে জানিয়েছেন। উপজেলা  কৃষি  কর্মকর্তা  রপ্তানিকারক প্রতিষ্ঠান আদাব ইন্টারন্যাশনাল ব্যাপারে জানান। এর আগে ও  ২০ মার্চ  সীতাকুণ্ড থেকে  কাঁচা আম ইউরোপের দুই দেশ ইতালি ও সুইডেনে রপ্তানি হয়েছে ।

সীতাকুণ্ড উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো হাবিবউল্লাহ  সেগুলোর মান যাচাই করে ছাড় পত্র দেওয়ার পর এই কাঁচা  আম রপ্তানি করার জন্য  প্যাকেজিং করা হয়। রপ্তানি উপযোগি এমন আম বাছাই করে বাগান থেকে পাড়া হয়। রপ্তানির জন্য এবারও আম কেনা হয়েছে উপজেলার  দক্ষিণ ইদিলপুরের আম গাছের মলিক মাহমুদ হাসানের কাছ থেকে।  ২৭ মার্চ সোমবার বিকালে  আম গাছ থেকে   সংগ্রহ করে ঢাকায় রপ্তানিকারক প্রতিষ্ঠানে পাঠিয়েছেন।

কৃষিবিদ হাবিবুল্লাহ  বড় সাইজের আম পাড়ার পর পরিক্ষা করেন। মোড়কজাত করে ঢাকায় রপ্তানিকারক প্রতিষ্ঠানের নিকট পাঠানো হয়েছে।

সীতাকুণ্ড  থেকে ১০০ মন  কাঁচা আম রপ্তানি  হল  ইতালিতে বিকাল তিনটায়  কৃষিবিদ হাবিবুল্লাহ বলেন রপ্তানি কারক এর সময়  খুব  কম কন্টেইনার /কার্গো খালি থাকলে  ৫/১০ মন কাঁচা আমও টমাটো দিয়ে মোড়ক জাত করে রপ্তানি  করা হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাবিবুল্লাহ বলেন, সীতাকুণ্ডের কাঁচা আম রপ্তানি হওয়ায় চাষিরা আম চাষে উৎসাহিত হবেন। আমের গুণগত মান ঠিক রাখার বিষয়ে চাষিদের পরামর্শ দেওয়া হচ্ছে।

প্রতিনিধি/এসএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়