শিরোনাম
◈ বাংলাদেশে অ-রাষ্ট্রীয় সশস্ত্র গোষ্ঠীকে কাজ করতে দেওয়া হবে না: পররাষ্ট্র উপদেষ্টা ◈ ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে নতুন লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা, ভারী বর্ষণের শঙ্কা ◈ খেলতে গিয়ে নদীতে ডুবে তিন শিশুর মৃত্যু, চলছে নিখোঁজ দুইজনের উদ্ধারকাজ ◈ শনিবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় ◈ তুরস্কে ১,৬০০ বছরের প্রাচীন ওয়াইন তৈরির কারখানা উদ্ধার! ◈ ভারতের ৩৯% অবিবাহিত মনে করেন বিয়ে আর জীবনের মাইলফলক নয়, এটি ঐচ্ছিক ◈ বাংলাদেশে চতুর্থ গণভোটের আলোচনা: সংবিধানে কী আছে, আগের অভিজ্ঞতা কী বলছে ◈ বাংলাদেশকে হোয়াইটওয়াশ কর‌লো ওয়েস্ট ইন্ডিজ ◈ অন্তর্বর্তী সরকারের আমলেও কেন বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ হলো না?  ◈ নূর ভাই বেঁচে আছেন, সে বেঁচে থাকা মৃত‍্যুর চেয়ে একটু ভালো: অভিনেতা আফজাল হোসেন

প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি, ২০২৩, ০১:০৭ রাত
আপডেট : ০৪ ফেব্রুয়ারি, ২০২৩, ০১:০৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ছেলে মাকে মারধর করাকে কেন্দ্র করে দু'পক্ষের সংঘর্ষ, আহত ২৫

এএইচ রাফি: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের ছেলে নিজের মাকে মারধর করাকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে দফায় দফায় সংঘর্ষে অন্তত ২৫জন আহত হয়েছেন।

শুক্রবার (০৩ ফেব্রুয়ারী) বেলা ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত উপজেলার পানিশ্বর ইউনিয়নের মুন্সিবাড়ি ও সাইদুল্লাহর বাড়ির লোকজনের মধ্যে সংঘর্ষ হয়েছে।

স্থানীয় লোকজন সূত্রে জানা যায়,গত বুধবার দুপুরে মুন্সিবাড়ির আলী আকবরের ছেলে সাদ্দাম হোসেন তার মাকে মারধর করলে তার মামাতো ভাই অলি আহমেদ তাকে বাধা দেয়। এতে দুজনের মধ্যে হাতাহাতি হয়। এসময় অলির আপন বড় ভাই কেমিকো ফার্মার মার্কেটিং অফিসার জালাল আহমেদ ঝগড়া থামাতে দুজনকে চর থাপ্পর দেয়। এতে সাদ্দাম ক্ষুদ্ধ হয়ে মামাতো ভাই জালালকে মারার জন্য ওই দিন সন্ধ্যায় লোহার রড নিয়ে রাস্তায় ওত পেতে বসে থাকে। জালাল রাস্তা দিয়ে যাওয়ার সময় সাদ্দাম জালাকে লোহার রড দিয়ে হাত আঘাত করে। এতে জালাল মারাত্মক আহত হয়। বর্তমানে সে জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন। এঘটনাকে কেন্দ্র করে সাদ্দামের পক্ষের লোকজনের জালালের পক্ষের লোকজনের মধ্য দফায় দফায় সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অন্তত ২৫জন আহত হয়েছেন।

এবিষয়ে সরাইল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসাইন জানান, আগের ঘটনায় মামলা নেওয়ায় গ্রামের কিছু মাতব্বর বিষয়টি উস্কে দিয়েছেন। ফলে আজকে এই সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

প্রতিনিধি/এসএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়