শিরোনাম
◈ গুরুত্বপূর্ণ নীতিমালা একতরফাভাবে প্রণয়ন সমীচীন হবে না: মির্জা ফখরুল (ভিডিও) ◈ টেলিকম নীতিমালায় সরকারের তড়িঘড়ি সিদ্ধান্তে উদ্বেগ বিএনপির, স্বচ্ছতা ও অংশগ্রহণমূলক আলোচনার দাবি ◈ তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নিয়োগ: আলোচনায় একাধিক বিকল্প ◈ ফলকার টুর্ককে অবাঞ্ছিত ঘোষণা করল ভেনেজুয়েলার পার্লামেন্ট ◈ ভোলায় স্বামীকে বেঁধে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ: প্রধান আসামিসহ তিনজন গ্রেপ্তার, অভিযুক্ত নেতারা দল থেকে বহিষ্কৃত ◈ মুরাদনগরে মাদককারবারির অভিযোগে তিনজনকে পিটিয়ে হত্যা, একজন গুরুতর আহত ◈ গণঅভ্যুত্থান সরকারের কেউ কেউ ‘লুটপাট’ করে বেহুঁশ হওয়ার দশা: ইশরাক হোসেন ◈ যে কারণে পিআর পদ্ধতি চায় জামায়াত ও ইসলামী আন্দোলন ◈ ‘মেগাস্টার’ শব্দকাণ্ডে বিতর্ক: “আমি মানুষটা ছোট, অন্যকে ছোট করব কীভাবে” — জাহিদ হাসান ◈ এবার পদত্যাগপত্র জমা দিয়েছেন শিল্পকলার চারুকলা পরিচালক

প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি, ২০২৩, ০১:০১ রাত
আপডেট : ০৩ ফেব্রুয়ারি, ২০২৩, ০১:০১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সুনামগঞ্জে নুরুল আমিন হত্যাকাণ্ডের ৫ আসামী গ্রেফতার

রাজু আহমেদ রমজান: সুনামগঞ্জের তাহিরপুরে চাঞ্চল্যকর নুরুল আমিন হত্যাকাণ্ডের পাচঁ আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-৯। বুধবার (১লা ফেব্রুয়ারী) রাতে রাজধানীর ফকিরাপুল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। ধৃতরা হলেন- নুরুল হক(৬৫),শাহজাহান (৫৫),শাহ আলম (৫৩), রুমনাজ মিয়া (২৮) ও নাঈম মিয়া (২৫)। 

র‌্যাব জানায়, তাহিরপুর উপজেলার শ্রীপুর দক্ষিণ ইউনিয়নের শ্রীপুর গ্রামে গত ১৯ জানুয়ারি জায়গা জমি সংক্রান্ত বিরোধের জের ধরে তিন সহোদর ও দুই ভাতিজা সংঘবদ্ধ হয়ে বাঁশের লাঠি দিয়ে পিঠিয়ে হত্যা করে নুরুল আমিনকে। এঘটনায় নিহতের ছেলে তাছকিরুল বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখ করে  তাহিরপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়ের পর থেকে আসামিরা রাজধানীর বিভিন্ন এলাকায় আত্নগোপনে ছিল। র‌্যাব প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশে হস্তান্তর করে।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারী) বেলা ১১টায় র‌্যাব-৯ এর  সুনামগঞ্জ ক্যাম্পে আয়োজিত সংবাদ সম্মেলনে অধিনায়ক উইং কমান্ডার মমিনুল হক জানান, ঘটনার পরপর আসামিরা গ্রাম ছেড়ে ঢাকা পালিয়ে যায়। জায়গা জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এ ঘটনা ঘটে। বুধবার (১লা ফেব্রুয়ারী) রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

প্রতিনিধি/এসএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়