শিরোনাম
◈ আইপিএল আয়োজনের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে আরব আমিরাত ◈ ভারত আসবে না বাংলাদেশ সফরে, হবে না এশিয়া কাপও ◈ এপ্রিলে  ১০১ কোটি ৩৮ লাখ টাকার চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করেছে বিজিবি ◈ ঐক্যবদ্ধ শাহবাগ বিএনপির অপেক্ষায়: সারজিস আলম ◈ জনআকাঙ্খা ও রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে আওয়ামী লীগের বিষয়ে সুচিন্তিত পদক্ষেপ নেয়ার আহ্বান জনতা পার্টি বাংলাদেশের ◈ ভারত-পাকিস্তান তৃতীয় দিনের মতো সংঘর্ষে জড়ালো, যুদ্ধাবস্থা সীমান্তজুড়ে ◈ 'আপ বাংলাদেশ' নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ◈ দেশে অনলাইন জুয়া সর্বগ্রাসী হয়ে উঠেছে: অনলাইনে জুয়া বন্ধে কঠোর হচ্ছে সরকার ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ (ভিডিও) ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ মোড় অবরোধের ডাক হাসনাতের (ভিডিও)

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০২৩, ০৭:৩৩ বিকাল
আপডেট : ২৮ জানুয়ারী, ২০২৩, ০৭:৩৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফেনীতে ১৮ মাসে ২৬২ কোটি টাকা রাজস্ব আদায়

এম. এমরান পাটোয়ারী, ফেনী: সরকারের আয়ের প্রধান উৎসের মধ্যে অন্যতম হলো ভূমি রাজস্ব কর। ইউনিয়ন পর্যায়ে ভূমি অফিস এবং উপজেলার সাব-রেজিস্ট্রি অফিসের মাধ্যমে সরকারি এ রাজস্ব আয় হয়ে থাকে। 

সাম্প্রতিক সময়ে দেখা গেছে, বর্তমান সরকারের কিছু যুগান্তকারী পদক্ষেপের কারনে এ খাত থেকে রাজস্ব আদায় অনেকগুন বেড়ে গেছে। বিশেষ করে অনলাইন সিস্টেমের কারণে জনসাধারনের হয়রানি অনেক কমেছে। অন্যদিকে সাব-রেজিস্ট্রি অফিস গুলোতে স্বচ্ছতা এবং জবাবদিহিতা বেড়ে গেছে। 

ফেনী জেলার ৭ টি সাব-রেজিস্ট্রি অফিসের মাধ্যমে জুলাই ২০২১ থেকে জুন ২০২২ অর্থ বছরে সরকারের রাজস্ব আদায় হয়েছে ১২২ কোটি ১১ লক্ষ টাকা এবং জুলাই ২০২২ থেকে ডিসেম্বর ২০২২ পর্যন্ত ৬ মাসে ১৪০ কোটি ৩৮ লক্ষ টাকা। 

বিগত বছরে রাজস্ব আয় বৃদ্ধির কারন জানা যায়, ফেনীর বেশীরভাগ মানুষই প্রবাসী নির্ভর। করোনা মহামারি কালীন সময়ে প্রবাস থেকে রেমিট্যান্স কম আসায় জায়গা জমিও স্বাভাবিক ভাবে কম বিক্রি হয়েছে। বর্তমানে এ অবস্থা দূরীভূত হয়েছে।

জেলা রেজিস্ট্রার মো. সেলিম হাওলাদার জানান, রাজস্ব আয় বৃদ্ধির ব্যাপারে প্রতিনিয়ত মনিটরিং করা হয়। রেজিস্ট্রি সক্রান্ত কাজ সহজতর করা এবং এ খাত থেকে রাজস্ব আয় বৃদ্ধি করার প্রক্রিয়া অব্যাহত। সম্পাদনা: অনিক কর্মকার

প্রতিনিধি/একে/জেএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়