শিরোনাম
◈ এলডিসি থেকে উত্তরণ: আরও তিন বছরের সময় চাইছে বাংলাদেশ ◈ জাপানে জনশক্তি রপ্তানি নিয়ে গুরুত্বপূর্ণ যেসব সিদ্ধান্ত নিল অন্তর্বর্তী সরকার ◈ ১৭ বিয়ের ঘটনায় মামলা, সেই বন কর্মকর্তা বরখাস্ত ◈ বিএনপি নেতাকে না পেয়ে স্ত্রীকে কু.পিয়ে হ.ত্যা ◈ বাংলা‌দেশ হারা‌লো আফগানিস্তানকে, তা‌কি‌য়ে রই‌লো শ্রীলঙ্কার দিকে  ◈ রোজার আগে নির্বাচন দিয়ে পুরোনো কাজে ফিরবেন প্রধান উপদেষ্টা ◈ ঋণের চাপে আত্মহত্যা, ঋণ করেই চল্লিশা : যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ একযোগে এনবিআরের ৫৫৫ কর্মকর্তাকে বদলি ◈ আবারও রেকর্ড গড়ল স্বর্ণের দাম, ভরিতে বেড়েছে ৩ হাজার ৬৭৫ টাকা ◈ ভারতের নেপাল নীতিতে 'রিসেট বাটন' চাপলেন মোদি, শিক্ষা বাংলাদেশের কাছ থেকে

প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২২, ০২:৩১ রাত
আপডেট : ২৯ নভেম্বর, ২০২২, ১০:১১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এসএসসিতে ফেল করায় শিক্ষার্থীর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক: ফেনীর পরশুরাম উপজেলার বক্সমাহমুদ উচ্চ বিদ্যালয়ের দিপু দাস নামে এক শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। 

স্বজনরা জানান, সোমবার (২৮ নভেম্বর) পরীক্ষার ফল প্রকাশের পর ওই শিক্ষার্থী তার অকৃতকার্য হওয়ার বিষয়টি মেনে নিতে না পেরে অভিমানে আত্মহত্যা করে। শিক্ষার্থী দিপু উপজেলার বক্সমাহমুদ ইউনিয়নের দক্ষিণ মোহাম্মদপুর গ্রামের কুয়েত প্রবাসী রতন কুমার দাসের ছেলে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরহাদ হোসেন জানান, তিনি ওই শিক্ষার্থীর আত্মহত্যার খবরটি শুনেছেন। এবার এসএসসি পরীক্ষায় মানবিক বিভাগের শিক্ষার্থী হিসেবে দিপু দাস অংশ নেয়। প্রকাশিত ফলাফলে সে ইংরেজি ও ভূগোল দুই বিষয়ে অকৃতকার্য হয়।

এ ঘটনায় শোক প্রকাশ করে বলেন, সে আগামী বছর পরীক্ষায় অংশ নিতে পারতো।

পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলামবলেন, পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।

প্রসঙ্গত, চলতি বছরে ফেনী জেলার পরশুরাম উপজেলার বক্সমাহমুদ উচ্চ বিদ্যালয় থেকে ৭৩ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে ৭১ জন পাস করেছে। এর মধ্যে ৭ জন জিপিএ-৫ পেয়েছে।

প্রতিনিধি/ এমএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়