শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ২৭ নভেম্বর, ২০২২, ০৭:১১ বিকাল
আপডেট : ২৭ নভেম্বর, ২০২২, ০৭:১১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খুশিতে আর্জেন্টিনা সমর্থকের স্ট্রোকে মৃত্যু

মৃত্যু

রিংকু রায়, (নেত্রকোণা) মোহনগঞ্জ : নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলার বড়তলী-বানিয়াহারী ইউনিয়নের কলুংকা গ্রামের আর্জেন্টিনার জয়ের খুশিতে শামীম মিয়া (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। 

শনিবার দিবাগত রাতে বিশ্বকাপ ফুটবল খেলায় আর্জেন্টিনা-মেক্সিকোর বিরুদ্ধে গোল করলে খুশিতে নিজ বাড়িতে তিনি স্ট্রোক করে মারা যান। 

জানা গেছে, ফুটবল ভক্ত শামীম মিয়া উপজেলার কলুংকা গ্রামের মোঃ তাহের উদ্দিনের ছেলে। স্থানীয়রা জানান, শামীম আর্জেন্টিনার অন্ধ ভক্ত ছিল। শনিবার দিবাগত রাত আর্জেন্টিনা-মেক্সিকো ম্যাচ দেখছিলেন শামীম। খেলায় আর্জেন্টিনার মেসি গোল দিতেই গোল গোল বলে চিৎকার করলে খুশিতে আত্মহারা হয়ে স্ট্রোক করেন তিনি। পরে পরিবারের লোকজন তাঁকে পার্শ্ববর্তী ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। জানা যায়, শামীম মিয়া দুই সন্তানের জনক। শামীম মিয়ার মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। 

শামীমের পিতা তাহের উদ্দিন বলেন, শামীমের হার্টের সমস্যা রয়েছে। এর আগেও দুইবার স্ট্রোক করেছে। তবে গতরাতে আর্জেন্টিনা খেলোয়াররা গোল করায় সবার সাথে সেও চিৎকার দেয়। ওই চিৎকারের তার স্ট্রোক হয়। পরে উপস্থিত লোকজন তাঁকে ধর্মপাশা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

প্রতিনিধি/জেএ

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়