শিরোনাম
◈ সরকারের বেআইনি আদেশ পালনে র‌্যাব হত্যাযজ্ঞ ঘটিয়ে চলেছে: মির্জা ফখরুল ◈ দেড়মাস পরে করোনায় মৃত্যু ১, শনাক্ত ৬  ◈ যুদ্ধাপরাধীদের রাজনীতিতে পুনর্বাসিত করেছে স্বৈরশাসক জিয়াউর রহমান: ওবায়দুল কাদের  ◈ স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুর গেলেন রাষ্ট্রপতি  ◈ নির্বাচনে সাংবাদিক-পর্যবেক্ষকদের বাধা দিলে ৭ বছরের জেল ◈ এক পরিবার থেকে ব্যাংকের পরিচালক হতে পারবেন না ৩ জনের বেশি ◈ কোনো র‌্যাব সদস্যের অবহেলা পেলে ব্যবস্থা নেওয়া হবে: মুখপাত্র ◈ বিএনপিকে আমন্ত্রণ জানানোতে সরকারের সংশ্লিষ্টতা নেই: সিইসি  ◈ নওগাঁয় র‌্যাবের হেফাজতে মৃত্যু: ময়নাতদন্তের প্রতিবেদন হাইকোর্টে ◈ সৌদিতে ওমরাহযাত্রীবাহী বাস দুর্ঘটনা, নিহত ২০

প্রকাশিত : ২৭ নভেম্বর, ২০২২, ০৬:০৪ বিকাল
আপডেট : ২৭ নভেম্বর, ২০২২, ০৬:০৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রতিপক্ষের হামলায় তিন রাখাইন নারী আহত

আহত রাখাইন নারী

উত্তম কুমার, কলাপাড়া(পটুয়াখালী) : বিরোধীয় সম্পত্তিতে ধান কাটাকে কেন্দ্র করে পটুয়াখালীর কলাপাড়ায় তিন রাখাইন নারী আহত হয়েছে। 

আহতরা হলেন, রাখাইন মাসে (৩৮), নিমিসে (৪৮) ও উচাংখেন (৫৩)। এদের মধ্যে রাখাইন নারী মাসেকে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি দু’জনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনাটি ঘটেছে রোববার সকাল ৯ টার দিকে উপজেলার বালিয়াতলী ইউনিয়নের তুলালতী গ্রামে।

আহতদের স্বজন রাখাইন নারী মায়া বলেন, তাদের দাবিকৃত সম্পত্তিতে স্থানীয় রুবেল শিকদারের নেতৃত্বে ফোরকান মৃধা, নিজাম গাজী, জাকারিয়সহ আরো বেশ কয়েকজন ধান কাটতে যায়। এ সময় তারা বাঁধা দিলে হামলা চালায়।

তিনি আরো বলেন, এর আগেও তারা তাদের বাড়ি ঘরে হামলা করেছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা পুলিশ সুপার ও কলাপাড়া থানায় লিখিত ভাবে অভিযোগ দিয়েও কোন সুফল পাইনি। এমনকি আমাদের বসত বাড়িতে হামলার প্রতিবাদে মানবন্ধনও হয়েছে। 

তবে এ বিষয়ে রুবেল শিকদারের সাথে কথা হলে তিনি বলেন, এটা তাদের নিজেদের ব্যাপর। আমার নামে তারা মিথ্যা আভিযোগ করেছে।

কলাপাড়া হাসপাতালের চিকিৎসক ডাক্তার ফারহা তাসনিম তৃনা বলেন, আহত তিন জনকেই চিকিৎসা দেয়া হয়েছে।

কলাপাড়া থানার ওসি (তদন্ত) মো. মোস্তাফিজুর রহমান বলেন, এ বিষয়ে অভিযোগ পেয়েছি। পরবর্তিতে তদন্ত স্বাপেক্ষে আইননানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

প্রতিনিধি/জেএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়