মো. আদনান হোসেন, ধামরাই : ঢাকার ধামরাই পৌরসভার আবাসিক এলাকায় গড়ে উঠেছে প্রভাবশালীদের কয়েকটি অটো রাইস মিল। এসব রাইস মিলের ধোঁয়া ও ছাই পরিবেশ মারাত্মকভাবে নষ্ট করছে, অতিষ্ঠ করে তুলেছে এলাকাবাসীকে।
জানা গেছে, ধামরাই পৌরসভার ১নং ওয়ার্ডের আইঙ্গন মহল্লায় সীমা অটো রাইস মিল,কিষান অটো রাইস মিল, নূর অ্যাগ্রো অ্যান্ড অটো রাইস মিল, আলেক অ্যা গ্রো রাইস মিল, লাকুড়িয়াপাড়া এলাকায় মেসার্স বিষু মাতবর অ্যাগ্রো অ্যান্ড অটো রাইস মিল এবং শরীফবাগ এলাকায় হাজি আ. জব্বার অটো রাইস মিল, কুমড়াইলে মেসার্স সুমন অটো রাইস মিল আবাসিক এলাকায় গড়ে উঠেছে।
এসব মিলের কালো কুড়া ও ছাই বাতাসে উড়ে ছড়িয়ে পড়ছে এলাকাজুড়ে। এগুলো সহজেই নিঃশ্বাসের সঙ্গে মানবদেহে প্রবেশ করছে, রান্না করা খাবারে মিশে তা নষ্ট হচ্ছে। ঘরের দরজা-জানালা বন্ধ করেও রেহাই পাওয়া যাচ্ছে না বলে জানান এলাকাবাসি।
সরেজমিনে আইঙ্গন এলাকায় গিয়ে দেখা যায়, সীমা অটো রাইছ মিলের চারপাশেই বাসাবাড়ি। এর পুর্বে পুরো একটি মহল্লা ও পুর্বে-পশ্চিম একটি মাদরাসা মসজিদ রয়েছে। পাশের রাস্তা দিয়ে হাজার হাজার লোকের চলার পথ। এই মিলের চুল্লির ছাই ফেলা হচ্ছে মিলের পাশেই। বাতাসে ছাই ও রাইস মিলের কালো কুড়া উড়ে গিয়ে পড়েছে মানুষের বাসা-বাড়িতে এতে চরম দুর্ভোগে পড়ছে স্হানীয় বসতি।
রাইস মিল অনুমোদনের আগে ধোঁয়া ও ছাই সরানোর স্লাইক্লোন প্রযুক্তি ব্যবহার নিশ্চিত করতে হয়।কিন্তু এক্ষেত্রে অনেক মিল মালিক তা করেননি। আর যারা করেছেন তারাও বিদ্যুৎ বিল সাশ্রয়ে তা বন্ধ রাখছেন বর্তমান ধান ক্রাশিংয়ের ভরা মৌসুমে এ অবস্থা আরও ভয়াবহ রূপ নিয়েছে। এ ব্যাপারে পরিবেশ অধিদফতর বার বার সতর্ক করার পরও মিল মালিকরা কোনো কর্ণপাত করছেন না।
উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকী বলেন, ‘মিল মালিকদের পরিবেশ অধিদপ্তরের ছাড় পএ থাকার কারনে তাঁদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেয়া যাচ্ছে না আমি পরিবেশ অধিদপ্তরে চিঠি পাঠিয়ে দ্রুত সমাধানের চেষ্টা করব।
প্রতিনিধি/জেএ
আপনার মতামত লিখুন :