শিরোনাম
◈ শ্রীলঙ্কার কা‌ছে আফগা‌নিস্তান হে‌রে যাওয়ায় সুপার ফো‌রে খেলার সু‌যোগ পে‌লো বাংলাদেশ ◈ বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে টিউলিপের মিথ্যাচার, নতুন সংকটে স্টারমার: ডেইলি এক্সপ্রেসের রিপোর্ট ◈ শুধু অতীতের নয়, বর্তমানের দুর্নীতি থামাতেও নজর দিতে হবে: বিদ্যুৎ উপদেষ্টা ◈ বাংলাদেশ ও চীন সহযোগিতামূলক অংশীদারিত্বকে এগিয়ে নিতে একসাথে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা  ◈ সাফ চ‌্যা‌ম্পিয়নশী‌পে নেপালকে ৪-০ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ শ্রীলঙ্কার প্রতি বাংলা‌দে‌শের সমর্থন, চোখ এড়ায়নি লঙ্কান ক্রিকেট বোর্ডের ◈ আফগানিস্তান-শ্রীলংকা ম্যাচের ফল যেমন হলে লাভ বাংলাদেশের ◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয় বিএনপি : সিঙ্গাপুর থেকে দেশে ফিরে মির্জা ফখরুল

প্রকাশিত : ০৪ অক্টোবর, ২০২২, ০২:১৪ রাত
আপডেট : ০৪ অক্টোবর, ২০২২, ১০:৩০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নাটোরে ভুয়া দলিলে ৬০ লাখ টাকার ঋণ জালিয়াতি

নাটোর প্রতিনিধি: নাটোরের সিংড়া উপজেলায় জমির ভুয়া দলিল ও কাগজপত্র দিয়ে ব্যাংক ঋণ নিয়ে আত্মসাতের অভিযোগ উঠেছে স্কুল শিক্ষক আব্দুর রবের বিরুদ্ধে। ওয়ারিশগণের জমিতে ভুয়া দলিল ও কাগজের মাধ্যমে জমি বন্ধক রেখে ইসলামী ব্যাংক নাটোর শাখা হতে মেসার্স রঙ্গন এন্টারপ্রাইজের নামে ৬০ লাখ টাকা ব্যাংক ঋণ নিয়েছে আব্দুর রব।

পরিবার সূত্রে জানা যায়, নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার চন্দ্রপুর মৌজায় পারিবারিক পুকুর ও জমি রয়েছে। সেখানে ২১ জন অংশিদার থাকলেও আব্দুর রব জাল দলিলের মাধ্যমে জমি বন্ধক রেখে ঋণ নেয়। জমি বন্ধক থাকায় অন্য অংশিদাররা তাদের নিজ জমি হতে বঞ্চিত হচ্ছে।

ভুক্তভোগী অংশীদার রমজানুল আলম ও নাজাতুল সাব্বির জানিয়েছেন, পুকুরে তাদের ভাগ অভিযুক্ত রবের তুলনায় অধিক থাকা সত্ত্বেও তাদের না জানিয়ে জালিয়াতির মাধ্যমে জমি ব্যাংকের কাছে বন্ধক রেখে মোটা অংকের ঋণ গ্রহণ করেছে রব। 

তারা আরও জানিয়েছেন, নামমাত্র লিজমানি দিয়ে দীর্ঘদিন যাবত আব্দুর রব পুকুরটি ভোগদখল করে আসছিলেন। পরে তিনি জালিয়াতির মাধ্যমে ঋণ গ্রহণ করেন।

আরেক অংশিদার রেজাউল করিম জানিয়েছেন, কাউকে না জানিয়েই রব এ প্রতারণা করেছেন। যা নিয়ে তিনি উদ্বিগ্ন।

অন্যান্য অংশীদারগণ জানান, আব্দুর রব প্রতারণার মাধ্যমে কাউকে না জানিয়ে জাল কাগজপত্রের মাধ্যমে উক্ত জমি বন্ধক ঋণ উত্তোলণ করেছেন। উক্ত জমিতে আব্দুর রবের জমির পরিমাণ প্রায় দেড় বিঘার মতো থাকলেও তিনি ভুয়াভাবে প্রায় ৯ বিঘা জমি বন্ধক রেখে এ ঋণ গ্রহণ করেছেন। এ ব্যাপারে ভুক্তভোগী অংশীদারগণ আইনগত পদক্ষেপ গ্রহণের প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন।

অভিযুক্ত আব্দুর রব জানিয়েছেন, বড় পরিবার বিধায় জমিজমায় ভুল থাকতে পারে। আমরা পারিবারিকভাবে বসে সমাধান করবো।

ইসলামী ব্যাংক নাটোর শাখার ব্যবস্থাপক জানান, এ ব্যাপারে অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থাগ্রহণের জন্য আইনজীবীকে নির্দেশনা দেওয়া হয়েছে। 

বিশেষজ্ঞদের মতে, এ ধরনের ঘটনা যেন বারবার না ঘটে এজন্য দায়ীদের বিরুদ্ধে ফৌজদারি বিধি অনুযায়ী শাস্তির ব্যবস্থা প্রয়োজন। নয়তো ব্যাংকগুলো ক্ষতির সম্মুখীন হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়