শিরোনাম
◈ পারস্পরিক শুল্ক সংকট: চূড়ান্ত দর-কষাকষিতে বাংলাদেশ ◈ আরব আমিরাতের আবুধাবিতে প্রবাসী বাংলাদেশির ভাগ্যবদল: লটারিতে জিতলেন ৮০ কোটি টাকা ◈ ২৪ ঘণ্টায় গাজায় নিহত ১১৮, যুদ্ধবিরতির প্রস্তাব পর্যালোচনায় হামাস ◈ ‘মব এবং জনদুর্ভোগ সৃষ্টি হলে কঠোর পদক্ষেপ নেবে সেনাবাহিনী’ ◈ হোটেলে নারীকে মারধর করা বহিষ্কৃত যুবদল নেতার বিরুদ্ধে মামলা, গ্রেপ্তারের চেষ্টায় পুলিশ ◈ বনানীর জাকারিয়া হোটেলে ঢুকে নারীদের ওপর যুবদল নেতার হামলা, ভিডিও ◈ দাঁড়িপাল্লা প্রতীকসহ জামায়াতের নিবন্ধন পুনর্বহালের গেজেট প্রকাশ ◈ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান ও শহীদ দিবস পালনের নির্দেশ ◈ তিন দিনের ছুটিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা, পাবেন না যারা ◈ উচ্চ ও নিম্ন আদালতকে ফ্যাসিস্টমুক্ত করতে হবে: সালাহউদ্দিন

প্রকাশিত : ০২ অক্টোবর, ২০২২, ০১:৪৭ রাত
আপডেট : ০২ অক্টোবর, ২০২২, ০১:৪৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডোমারে সাজাপ্রাপ্ত মাদক ব্যবসায়ী সুমন গ্রেপ্তার

রতন কুমার রায়: নীলফামারীর ডোমারের কুখ্যাত মাদক ব্যবসায়ী এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি সুমন আলীকে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। 

শনিবার রাত ৮টার দিকে উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নের হলহলিয়া ভাটিয়া পাড়ার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। 

পুলিশ সূত্রে জানায়, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ডোমার থানার এএসআই মো. মিজানুর রহমান সঙ্গিয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

সুমন ২০১৫ সালে ডোমার থানা এলাকায় বিপুল পরিমান হেরোইনসহ ডোমার থানা পুলিশ সুমন আলীকে গ্রেপ্তার করে। আসামি  সুমন আলী বিজ্ঞ আদালত হতে জামিনে মুক্ত হওয়ার পর আত্মগোপন করে দীর্ঘদিন নাটোর জেলাসহ বিভিন্ন জেলায় অবস্থান করছিল। আদালত আসামি সুমনের ০১ (এক) বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

আসামি সুমনের বিরুদ্ধে নাটোর জেলার নাটোর সদর থানা, গুরুদাসপুর থানা, নীলফামারীর ডোমারসহ বিভিন্ন থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে রুজুকৃত সর্বমোট ৫টি মামলা বর্তমানে বিভিন্ন আদালতে বিচারাধীন রয়েছে। 

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী জানান, এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী সুমনকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার সকালে তাকে জেলা কারাগারে পাঠানো হবে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়