শিরোনাম
◈ এনবিআর বিলুপ্তি করা হলো কেন, জানাল সরকার ◈ কোম্পানীগঞ্জে প্রবাসী পরিবারের ওপর হামলা ও গাছের সঙ্গে বেঁধে নির্যাতন ◈ অর্থনীতিতে স্বস্তির বার্তা : জুনে আইএমএফ-এর ঋণ পাচ্ছে বাংলাদেশ ◈ স্থ‌গিত হওয়া পিএসএল ১৭ মে আবার শুরু, প্রভাব পড়বে বাংলাদেশ সিরিজে ◈ ক্লাব বিশ্বকাপের আগে আর্জেন্টিনার ১৫ হাজার সমর্থককে নিষিদ্ধ করা হলো ◈ শার্শায় ৩০ মামলার আসামী আইনাল গ্রেফতার ◈ ইতালিতে কড়া অভিবাসন নীতি, টার্গেটে বাংলাদেশিরা! ◈ তরুণী মা'রধরের নেপথ্যে লঞ্চের ভেতরে সেদিন কী ঘটেছিল? ভিডিও প্রকাশ্যে ◈ সারা দেশে এনআইডি সেবা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ◈ রমনা বটমূলে বোমা হামলা: দুজনের যাবজ্জীবন, ৯ জনের ১০ বছর কারাদণ্ড

প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর, ২০২২, ০১:৪৯ রাত
আপডেট : ৩০ সেপ্টেম্বর, ২০২২, ০৫:০২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেড় বছর হাসপাতালে আসেন না কুলাউড়া উপজেলা স্বাস্থ্য সহকারী, থাকেন লন্ডনে

মো. জাকিরুল ইসলাম

মো. জালাল উদ্দিন: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হওয়া সত্ত্বেও হাসপাতালে দেখা নেই গত দেড় বছর ধরে। শুধু তাই নয়, সরকারি সুবিধা ভোগ করলেও নিজের বাড়ি ছেড়ে পাড়ি জমিয়েছেন বিদেশে। এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা স্বাস্থ্য সহকারী মো. জাকিরুল ইসলামের বিরুদ্ধে।

এরইমধ্যে অসদাচরণ ও পলায়নের অভিযোগে তাকে বরখাস্ত করেছে স্বাস্থ্য বিভাগ। মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদের স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য নিশ্চিত করা হয়।

অফিস আদেশ সূত্রে জানা যায়, স্বাস্থ্য সহকারী মো. জাকিরুল ইসলাম ২০২১ সালের মার্চ মাস থেকে ছুটি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত আছেন। তার কোনো খোঁজ না পাওয়ায় মার্চের শেষ দিকে ডাক যোগে তার বাড়িতে কারণ দর্শানোর নোটিশ প্রেরণ করা হয়। তাতেও তার কোনো সাড়া মেলেনি।
পরে তার বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করে বিভাগীয় মামলা দায়ের করে স্বাস্থ্য বিভাগ। তদন্তে তার অবস্থান লন্ডনে শনাক্ত করা হয়।

গত সোমবার ২৬ সেপ্টেম্বর তার অনুপস্থিত, অসদাচরণ ও পলায়নের অভিযোগে তাকে চাকরি থেকে বরখাস্ত করে স্বাস্থ্য বিভাগ।

এ বিষয়ে বৃহস্পতিবার ২৯ সেপ্টেম্বর ২০২২ইং, রাতে সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ বলেন, প্রায় দেড় বছর ধরে অবৈধভাবে স্বাস্থ্য বিভাগের অনুমতি ছাড়া বিদেশে অবস্থান করায় সরকারি চাকরির নীতিমালা অনুযায়ী জাকিরুলকে গত সোমবার চাকরি থেকে বরখাস্ত করা হয়।
জাকিরুল ইসলাম লন্ডনে থাকায় তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়