শিরোনাম
◈ চ‌্যা‌ম্পিয়ন্স লিগ, বরুশিয়ার নি‌শ্চিত জয় রুখে দিলো জুভেন্টাস ◈ দূর্গা পুজাতে ভারতে গেল ৮ ট্রাক ইলিশ ◈ এমবাপ্পের দুই পেনাল্টি গোলে চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গে রিয়াল মাদ্রিদের শুভ সূচনা ◈ যে কারণে শিবির ক্যাম্পাসে জিতছে, সেই কারণেই বিএনপি জাতীয় নির্বাচনে জিততে পারে: দ্য ডিপ্লোম্যাটের নিবন্ধ ◈ টানা দুই হা‌রের পর জ‌য়ে ফির‌লো মেসির ইন্টার মায়ামি ◈ করমর্দন বিতর্কে সুনীল গাভাস্কার - ক্রীড়া এবং রাজনীতি কখনোই আলাদা ছিল না  ◈ সীমানা পুনর্নিধারণ নিয়ে চ্যালেঞ্জের মুখে নির্বাচন কমিশন ◈ বাংলাদেশ-ভারত সম্পর্ক হবে গঠনমূলক ও ভবিষ্যতমুখী: হাইকমিশনার প্রণয় ভার্মা ◈ এলডিসি থেকে উত্তরণ: আরও তিন বছরের সময় চাইছে বাংলাদেশ ◈ আইসিসির শাস্তির ভ‌য়ে এশিয়া কাপ বয়কট কর‌ছে না পাকিস্তান

প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর, ২০২২, ০১:৪৯ রাত
আপডেট : ৩০ সেপ্টেম্বর, ২০২২, ০৫:০২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেড় বছর হাসপাতালে আসেন না কুলাউড়া উপজেলা স্বাস্থ্য সহকারী, থাকেন লন্ডনে

মো. জাকিরুল ইসলাম

মো. জালাল উদ্দিন: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হওয়া সত্ত্বেও হাসপাতালে দেখা নেই গত দেড় বছর ধরে। শুধু তাই নয়, সরকারি সুবিধা ভোগ করলেও নিজের বাড়ি ছেড়ে পাড়ি জমিয়েছেন বিদেশে। এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা স্বাস্থ্য সহকারী মো. জাকিরুল ইসলামের বিরুদ্ধে।

এরইমধ্যে অসদাচরণ ও পলায়নের অভিযোগে তাকে বরখাস্ত করেছে স্বাস্থ্য বিভাগ। মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদের স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য নিশ্চিত করা হয়।

অফিস আদেশ সূত্রে জানা যায়, স্বাস্থ্য সহকারী মো. জাকিরুল ইসলাম ২০২১ সালের মার্চ মাস থেকে ছুটি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত আছেন। তার কোনো খোঁজ না পাওয়ায় মার্চের শেষ দিকে ডাক যোগে তার বাড়িতে কারণ দর্শানোর নোটিশ প্রেরণ করা হয়। তাতেও তার কোনো সাড়া মেলেনি।
পরে তার বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করে বিভাগীয় মামলা দায়ের করে স্বাস্থ্য বিভাগ। তদন্তে তার অবস্থান লন্ডনে শনাক্ত করা হয়।

গত সোমবার ২৬ সেপ্টেম্বর তার অনুপস্থিত, অসদাচরণ ও পলায়নের অভিযোগে তাকে চাকরি থেকে বরখাস্ত করে স্বাস্থ্য বিভাগ।

এ বিষয়ে বৃহস্পতিবার ২৯ সেপ্টেম্বর ২০২২ইং, রাতে সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ বলেন, প্রায় দেড় বছর ধরে অবৈধভাবে স্বাস্থ্য বিভাগের অনুমতি ছাড়া বিদেশে অবস্থান করায় সরকারি চাকরির নীতিমালা অনুযায়ী জাকিরুলকে গত সোমবার চাকরি থেকে বরখাস্ত করা হয়।
জাকিরুল ইসলাম লন্ডনে থাকায় তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়