শিরোনাম
◈ তারেক রহমানের জন্য বাসভবন, অফিস প্রস্তুত ◈ লাগেজ না খুলেই বিস্ফোরক শনাক্ত: বিমানবন্দরে বসছে ইটিডি মেশিন ◈ নির্বাচন পর্যবেক্ষণে মিশন মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন ◈ হাদিকে গুলি, তদন্তে উঠে এলো আঁতকে ওঠার মতো তথ্য  ◈ মুসলিমদের ভোটাধিকার বঞ্চিত করতে ভারতে ভোটার তালিকা সংশোধন  ◈ হাদিকে হত্যাচেষ্টা: শ্যুটার ফয়সালের মা-বাবা গ্রেপ্তার ◈ বিজয় দিবসে বঙ্গভবনে রাষ্ট্রপতির সংবর্ধনা ◈ সিঙ্গাপুরে হাদির চিকিৎসা: সর্বশেষ পরিস্থিতি জানালেন ভাই ওমর বিন হাদি ◈ ইউরোপযাত্রায় নৌকাডুবি: মাল্টার কাছে উদ্ধার ৫৯ বাংলাদেশিসহ ৬১ অভিবাসী ◈ হাদিকে হত্যাচেষ্টা: ব্যবহৃত মোটরসাইকেলের মালিকানা নিয়ে আদালতে নতুন তথ্য দিল কবির

প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর, ২০২২, ১১:৪৩ দুপুর
আপডেট : ১৩ সেপ্টেম্বর, ২০২২, ০৩:৩৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চিরকুট লিখে আত্বহত্যা করলো যুবক 

প্রতীকি ছবি

আল আমিন: ‘যার টাকা নাই তার কেউ নাই’ চিরকুট লিখে সাতক্ষীরার পাটকেল ঘাটায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে মশিয়ার মোরাল(২৫) নামে নামে এক যুবক  মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) রাতে তার নিজ বাড়িতে ফাস দিয়ে আত্বহত্যা করেছেন। 

মোড়ল (২৫) পাটকেল ঘাটা থানার বাইগুনি থানার মিজান মোড়লের ছেলে। তিনি সাতক্ষীরা এক্সপ্রেস পরিবহনের গেটম্যান হিসেবে কাজ করতেন।

মৃত্যুর আগে ফেসবুক স্ট্যটাসে লিখেন,যার টাকা নাই তার কেউ নাই। বউ  আর শ্বাশুড়ির জ্বালায় আমি বাধ্য হলাম। শেষ পর্যন্ত ছেলের মুখটাও আর দেখা হলোনা। 

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘ দিন ধরে মোড়ল ও তার স্ত্রীর মধ্যে পারিবারিক অশান্তি চলছে। তিন চার দিন আগে সামান্য বিষয়ে দু জনের মাঝে কথা কাটাকাটি হলে দুই বছরের সন্তান কে নিয়ে বাবার বাড়ি তৈলকুপি গ্রামে চলে যায়।

এরপর স্ত্রী থানায় তার নামে অভিযোগ দেয়, সোমবার বিকেলে পুলিশ মোড়লের বাড়িতে এসে মঙ্গলবার(১৩ সেপ্টেম্বর) থানায় হাজির হতে নির্দেশ দেয়। পরে রাতে সুযোগ বুজে তিনি গলায় ফাস দিয়ে আত্বহত্য করেন।  

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় বলেন, বিষয়টি সম্পর্কে আমি অবগত নই। এছাড়া থানায় অভিযোগের বিষয়টি সম্পর্কে আমি কিছু জানি না।

অভিযোগ নিয়ে আমার কাছে কেউ আসেনি। তার বাড়িতে কোন এসআই গিয়েছিল, সেটি এই মুহূর্তে বলতে পারছি না। এ ব্যাপারে খোঁজ নিচ্ছি। ঢাকা পোস্ট

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়