মমতাজুর রহমান,আদমদিঘী (বগুড়া): বগুড়ার আদমদীঘিতে শুক্রবার (৯ সেপ্টেম্বর) রাতে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে প্রায় দুই লক্ষাধিক আফ্রিকান মাগুর মাছের পোনা জব্দ করেছে।
উপজেলার পানলা গ্রামে মাছ চাষি তবিবর রহমান গোপনে তাঁর বাড়ির উঠানে ছোট আকারের পুকুর খনন করে এ সব মাছ চাষ করে আসছিলেন । পরে জব্দ করা মাছগুলো মাটিতে পুতে ফেলা হয়।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, পানলা গ্রামের তবিবর রহমান দীর্ঘদিন থেকে তাঁর বাড়ির উঠানে ছোট আকারের পুকুর খনন করে সেখানে গোপনে নিষিদ্ধ আফিকান মাগুর চাষ করছেন, এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় ভ্রাম্যমান আদালতের একটি দল।
আদালত পরিচালনা করেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার শ্রাবনী রায় । আদালত আসার খবর পেয়ে তবিবর রহমান বাড়ি থেকে দ্রুত পালিয়ে যায় ।
পরে তবিবরের পুকুর থেকে ওই পরিমান মাগুর মাছের পোনা জব্দ করে আদালত । জব্দ করা মাছের পোনাগুলো মাটিতে পুতে ফেলা হয় ।
সম্পাদনা: আল আমিন