আদনান হোসেন, ধামরাই প্রতিনিধি: ঢাকার ধামরাইয়ে অবৈধভাবে পরিচালিত পাঁচটি ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে ৩০ লাখ টাকা জরিমানা এবং একটি ইটভাটার চিমনি ধ্বংস করেছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত।
বুধবার সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত ধামরাই উপজেলার সোমভাগ ইউনিয়নের বিসিক এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানটি পরিচালনা করেন ঢাকা জেলা পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেসা আক্তার।
অভিযানকালে মেসার্স এ কে খান ব্রিকস, মেসার্স সান ব্রিকস, মেসার্স ইউএসএ ব্রিকস, মেসার্স হালিমা ব্রিকস ও মেসার্স ডাউটিয়া ব্রিকসকে পরিবেশ আইন লঙ্ঘনের দায়ে প্রত্যেককে ৬ লাখ টাকা করে মোট ৩০ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে মেসার্স সান ব্রিকসের অবৈধ চিমনি ভেঙে ফেলা হয় এবং সংশ্লিষ্ট ভাটার কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়।
পরিবেশ অধিদপ্তর ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হোসেন জানান, এসব ইটভাটার পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের কোনো বৈধ ছাড়পত্র ছিল না। এ কারণে আইন অনুযায়ী জরিমানা ও চিমনি ধ্বংসের ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি আরও জানান, অবৈধ ইটভাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।