শিরোনাম
◈ রাজধানীতে মিরপুরে আতশবাজির ফুলকি থেকে ভবনে আগুন ◈ শোকের মাঝেও উৎসব: রাজধানীতে আতশবাজি–ফানুসে নববর্ষ বরণ ◈ যখন শেখ হাসিনার মুক্তি চেয়েছিলেন খালেদা জিয়া ◈ শুরু হলো ইংরেজি নতুন বর্ষ ২০২৬ ◈ নববর্ষের অঙ্গীকার হবে—অবাধ, সুষ্ঠু নির্বাচনে জবাবদিহিমূলক সরকার গঠন: তারেক রহমান ◈ খালেদা জিয়ার প্রয়াণে তারেক রহমানকে মোদির শোকবার্তা, যা লেখা আছে এতে ◈ বেনাপোল কাস্টমস কমিশনারসহ ১৭ কমিশনার বদলি ◈ বেগম খালেদা জিয়ার কফিন বহন করলেন তিন আলেম: আজহারী, আহমাদুল্লা ও মামুনুল হক ◈ বেগম খালেদা জিয়া: ক্ষমতা ও প্রতিরোধের জীবন ◈ রয়টার্সকে দেয়া সাক্ষাৎকার: ভারতীয় কূটনীতিকের সঙ্গে ‘গোপন’ বৈঠকের কথা জানালেন জামায়াত আমীর

প্রকাশিত : ৩১ ডিসেম্বর, ২০২৫, ১১:১৬ রাত
আপডেট : ০১ জানুয়ারী, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বেনাপোল কাস্টমস কমিশনারসহ ১৭ কমিশনার বদলি

আজিজুল হক, বেনাপোল (যশোর) : বেনাপোল কাস্টমস হাউসের কমিশনার খালেদ মোহাম্মদ আবু হোসেনসহ দেশের বিভিন্ন দপ্তরে কর্মরত ১৭ জন কাস্টমস ও ভ্যাট কমিশনারকে বদলি করা হয়েছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) কাস্টমস ও ভ্যাট প্রশাসনের দ্বিতীয় সচিব মোহাম্মদ আবুল মনসুর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, বিদায়ী কমিশনার খালেদ মোহাম্মদ আবু হোসেনকে জাতীয় রাজস্ব বোর্ডের গবেষণা, পরিসংখ্যান ও অডিট অনুবিভাগে মহাপরিচালক হিসেবে পদায়ন করা হয়েছে। তার স্থলে বেনাপোল কাস্টমস হাউসে কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন মো. ফাইজুর রহমান। তিনি রাজশাহী এক্সসাইজ ও ভ্যাট কমিশনারেটে কর্মরত ছিলেন।

বিভিন্ন সূত্র জানায়, বেনাপোল কাস্টমসে অনিয়ম ও দুর্নীতি প্রতিরোধে খালেদ মোহাম্মদ আবু হোসেনকে দায়িত্ব দেওয়া হলেও কাঙ্ক্ষিত উন্নতি হয়নি—এমন অভিযোগ ছিল। বহিরাগত অপসারণ, ঘুষ বাণিজ্য বন্ধে কঠোরতা—কিছু ক্ষেত্রে সাফল্য থাকলেও বিতর্কও তৈরি হয়। মাত্র চার মাসের মাথায় তাকে বদলি করা হয়।

তার দায়িত্বকালেই গত ৭ অক্টোবর দুর্নীতি দমন কমিশন (দুদক) বেনাপোল কাস্টমসে অভিযান চালায়। এ সময় রাজস্ব কর্মকর্তা শামিমা আক্তারের কাছ থেকে ঘুষের টাকা উদ্ধার করা হয় এবং তার এক সহযোগীকে আটক করা হয়। পরে ঘটনাকে কেন্দ্র করে বিক্ষোভের পর রাজস্ব কর্মকর্তাকে দুদকের কাছে হস্তান্তর করা হয়।

এ ছাড়া ভারত থেকে কাগজবিহীন পণ্যবাহী ট্রাক আটক হলেও সংশ্লিষ্টদের বাঁচাতে কমিশনারের সহযোগিতার অভিযোগও ওঠে।

অন্যান্য বদলি

প্রজ্ঞাপনে বদলি হওয়া অন্য কমিশনাররা হলেন—

আবুল বাসার মো. শফিকুর রহমান — কমিশনার, চট্টগ্রাম আইসিডি কাস্টমস হাউস

শেখ আবু ফয়সল মো. মুরাদ — কমিশনার, চট্টগ্রাম কাস্টমস, এক্সসাইজ ও ভ্যাট

মো. আবদুল হাকিম — কমিশনার, যশোর কাস্টমস, এক্সসাইজ ও ভ্যাট

এ. কে. এম. নূরুল হুদা আজাদ — কমিশনার, গাজীপুর কাস্টমস, এক্সসাইজ ও ভ্যাট

মোহাম্মদ মাহমুদুল হাসান — কমিশনার, নারায়ণগঞ্জ কাস্টমস, এক্সসাইজ ও ভ্যাট

অরুণ কুমার বিশ্বাস — কমিশনার, বরিশাল কাস্টমস, এক্সসাইজ ও ভ্যাট

এস. এম. সোহেল রহমান — কমিশনার, ময়মনসিংহ কাস্টমস, এক্সসাইজ ও ভ্যাট

শামীম আরা বেগম — কমিশনার, জাতীয় রাজস্ব বোর্ড

শামীমা আক্তার — কমিশনার, ঢাকা-১ কাস্টমস (আপিল)

মো. রইচ উদ্দিন খান — কমিশনার, ঢাকা ইকোনমিক জোন কমিশনারেট

মোহাম্মদ ছালাউদ্দিন রিপন — কমিশনার, ঢাকা শুল্ক রেয়াত ও প্রত্যর্পণ পরিদপ্তর

মুহা. মাহবুবুর রহমান — কমিশনার, রাজশাহী কাস্টমস, এক্সসাইজ ও ভ্যাট

মো. গিয়াস কামাল — কমিশনার, ঢাকা কাস্টমস রিস্ক ম্যানেজমেন্ট

মোহাম্মদ সফিউর রহমান — কমিশনার, রংপুর কাস্টমস, এক্সসাইজ ও ভ্যাট

মো. মুশফিকুর রহমান — কমিশনার, ভোমরা কাস্টমস হাউস (সাতক্ষীরা)

মানস কুমার বর্মন — কমিশনার, খুলনা কাস্টমস, এক্সসাইজ ও ভ্যাট

  • সর্বশেষ
  • জনপ্রিয়