কল্যাণ বড়ুয়া, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রাম-১৬ বাঁশখালী সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ৯জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করে নির্বাচনী মাঠে রয়েছে। মনোনয়ন দাখিলের শেষ দিনে চট্টগ্রাম জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এবং সহকারী রিটার্নিং কর্মকর্তা ও বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জামশেদুল আলম বরাবর মনোনয়নপত্র জমা দেন।
বাঁশখালী আসনে জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন দাখিলকারী প্রার্থীরা হলেন মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা (বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি), মোহাম্মদ জহিরুল ইসলাম (বাংলাদেশ জামায়াতে ইসলামী),মোহাম্মদ লেয়াকত আলী (স্বতন্ত্র), এডভোকেট কফিল উদ্দীন চৌধুরী (লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি),মুহাম্মদ মূসা বিন এজহার (নেজামে ইসলাম পার্টি), হাফেজ রুহুল্লাহ (ইসলামী আন্দোলন বাংলাদেশ), আবদুল মালেক (সুন্নী জোট), আরিফুল হক তায়েফ (গণঅধিকার পরিষদ), এবং এহছানুল হক (বাংলাদেশ মুসলিম লীগ)।
বাঁশখালী উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, চট্টগ্রাম-১৬ বাঁশখালী সংসদীয় আসন থেকে মোট ১১ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করলেও মোহাম্মদ নেছার উদ্দীন (বাংলাদেশ খেলাফত মজলিস) ও মীর দোস্ত মুহাম্মদ খান (স্বতন্ত্র) নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়নপত্র দাখিল করেননি। বাঁশখালী উপজেলা নির্বাচন কর্মকর্তা দেবাশীষ দাশ নয়জন প্রার্থীর মনোনয়ন দাখিলের বিষয়টি নিশ্চিত করেছেন। আগামী ২ থেকে ৪ জানুয়ারী মনোনয়ন পত্র বাছাই, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে আগামী ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত। আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারি এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২১ জানুয়ারি। আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে।
এদিকে প্রার্থীরা মনোনয়ন পত্র দাখিলের পর থেকে নিজেদের রাজনৈতিক দলীয় প্রতীকে ঘরোয়া ভাবে প্রচারনা চালালেও আনুষ্ঠানিক ভাবে নির্বাচন কমিশন থেকে ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ দেওয়ার পর শুরু করবে।