শিরোনাম
◈ রাজধানীতে মিরপুরে আতশবাজির ফুলকি থেকে ভবনে আগুন ◈ শোকের মাঝেও উৎসব: রাজধানীতে আতশবাজি–ফানুসে নববর্ষ বরণ ◈ যখন শেখ হাসিনার মুক্তি চেয়েছিলেন খালেদা জিয়া ◈ শুরু হলো ইংরেজি নতুন বর্ষ ২০২৬ ◈ নববর্ষের অঙ্গীকার হবে—অবাধ, সুষ্ঠু নির্বাচনে জবাবদিহিমূলক সরকার গঠন: তারেক রহমান ◈ খালেদা জিয়ার প্রয়াণে তারেক রহমানকে মোদির শোকবার্তা, যা লেখা আছে এতে ◈ বেনাপোল কাস্টমস কমিশনারসহ ১৭ কমিশনার বদলি ◈ বেগম খালেদা জিয়ার কফিন বহন করলেন তিন আলেম: আজহারী, আহমাদুল্লা ও মামুনুল হক ◈ বেগম খালেদা জিয়া: ক্ষমতা ও প্রতিরোধের জীবন ◈ রয়টার্সকে দেয়া সাক্ষাৎকার: ভারতীয় কূটনীতিকের সঙ্গে ‘গোপন’ বৈঠকের কথা জানালেন জামায়াত আমীর

প্রকাশিত : ৩১ ডিসেম্বর, ২০২৫, ০৬:৩৪ বিকাল
আপডেট : ০১ জানুয়ারী, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধায় ফরিদপুরে বন্ধ সকল জুয়েলারি দোকান

হারুন-অর-রশীদ, ফরিদপর প্রতিনিধি: বিএনপির চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে ফরিদপুরে সকল জুয়েলারি দোকান বন্ধ রাখা হয়েছে।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) কেন্দ্রীয় কমিটির ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বুধবার (৩১ ডিসেম্বর) ফরিদপুর শহরের সব স্বর্ণালংকারের দোকান বন্ধ রাখা হয়।

সকাল থেকেই ফরিদপুর শহরের প্রধান বিপণি এলাকা, স্বর্ণকার পট্টি, জনতা ব্যাংক মোড়, আলিপুর, গোয়ালচামটসহ বিভিন্ন এলাকায় জুয়েলারি দোকানগুলো বন্ধ থাকতে দেখা যায়। প্রতিদিনের ন্যায় ক্রেতাদের উপস্থিতি থাকলেও দোকান বন্ধ থাকায় অনেককে ফিরে যেতে হয়। তবে অধিকাংশ মানুষ বিষয়টি জানার পর কর্মসূচির প্রতি সমর্থন জানান।

বাজুস ফরিদপুর জেলা শাখার নেতারা জানান, কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী এই কর্মসূচি পালন করা হয়েছে। বেগম খালেদা জিয়া দেশের রাজনীতিতে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ছিলেন। তার স্মৃতির প্রতি সম্মান জানানো এবং শোক প্রকাশের অংশ হিসেবেই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

জেলা বাজুসের এক দায়িত্বশীল নেতা বলেন, “এটি কোনো ব্যবসায়িক সিদ্ধান্ত নয়, বরং একটি শোক ও সম্মানসূচক কর্মসূচি। কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় আমরা সম্পূর্ণ স্বতঃস্ফূর্তভাবে এতে অংশ নিয়েছি।”

শুধু ফরিদপুর শহর নয়, জেলার সদরসহ বোয়ালমারী, নগরকান্দা, ভাঙ্গা, চরভদ্রাসন, মধুখালী, সালথা ও আলফাডাঙ্গা উপজেলার জুয়েলারি দোকানগুলোও বন্ধ রাখা হয়। একই সঙ্গে পার্শ্ববর্তী কয়েকটি জেলার জুয়েলারি ব্যবসায়ীরাও অনুরূপ কর্মসূচি পালন করেছেন বলে জানা গেছে।

স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ এই উদ্যোগকে শোক প্রকাশের একটি ব্যতিক্রমী দৃষ্টান্ত হিসেবে দেখছেন। অনেকেই বলেন, দেশের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের প্রতি এমন সম্মান প্রদর্শন সামাজিক সৌহার্দ্য বজায় রাখতে সহায়ক।

দিনব্যাপী এই কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালিত হয়। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সন্ধ্যার পর পরবর্তী নির্দেশনা অনুযায়ী দোকান পুনরায় খোলার কথা রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়