তপু সরকার হারুন: ২১ ডিসেম্বর রবিবার শেরপুর পৌরসভা ও শহর এলাকায় নিরাপত্তা বাড়াতে সিসি ক্যামেরা স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে এবং কিছু গুরুত্বপূর্ণ স্থানে ক্যামেরা লাগানোও হয়েছে, যা শহরের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সাহায্য করছে বলে জানা গেছে।
রবিবার সিসিটিভি ক্যামেরা স্থাপনের উদ্বোধন করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, শেরপুর জনাব তরফদার মাহমুদুর রহমান ।
শহরের প্রধান সড়ক, মোড় ও জনগুরুত্বপূর্ণ এলাকাগুলোকে সিসিটিভি নেটওয়ার্কের আওতায় -ক্যামেরা স্থাপন কার্যক্রমসহ আখেরি বাজার থেকে কইনাপাড়া সড়ক এবং জেলখানা মোড় হতে মীরগঞ্জ অভিমুখী সড়কের শুভ উদ্বোধন করেন উক্ত কার্যক্রমের সার্বিক পরিচালনা ও বাস্তবায়নে ছিলেন শেরপুর পৌরসভার প্রশাসক আরিফা সিদ্দিকা মহোদয়।
এসময় উপস্থিত ছিলেন শেরপুর পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা আবু লায়েজ বজলুল করিম, সহকারী প্রকৌশলী খোরশেদ আলম, প্রশাসনিক কর্মকর্তা মোঃ আব্দুল কাদের, পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ জনগণ।