শিরোনাম
◈ চলতি বাজেটে রাজস্ব খাতে বরাদ্দ বাড়ছে, আগামী বাজেটের রূপরেখা দেবে অন্তর্বর্তী সরকার ◈ খুনিকে দ্রুত জীবিত গ্রেপ্তার চাই, বন্দুকযুদ্ধের নাটক দেখতে চাই না: ইনকিলাব মঞ্চ ◈ আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে বাংলাদেশের দাপট, গোল্ডসহ ১১ পদক অর্জন ◈ স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যাখ্যা দেননি. ইনকিলাব মঞ্চ কর্মসূচি দেবে সোমবার ◈ হাদি হত্যা মামলায় নতুন মোড়, সেই ফয়সালসহ সংশ্লিষ্টদের ব্যাংকে শত কোটি টাকার লেনদেন ◈ বাংলাদেশের দুর্বল ব্যাংক কিনতে চীনকে প্রস্তাব, সহজ হবে লেনদেন, কমবে ডলারের চাপ (ভিডিও) ◈ চূড়ান্ত হলো বিএনপির ৩০০ আসনের মনোনয়ন, শিগগিরই ঘোষণা ◈ ধ্বংস্তূপ থেকে আবার দেশকে টেনে তুলবে বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ ভোটের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর অভিযান চলবে: ইসি ◈ ভারত সফ‌রে মে‌সি ৮৯ কো‌টি টাকা পে‌লেও উদ্যোক্তা শতদ্রু দ‌ত্তের ২২ কোটি টাকা ফ্রিজ করলো তদন্তকারী অ‌ফিসাররা

প্রকাশিত : ২১ ডিসেম্বর, ২০২৫, ০৬:৪১ বিকাল
আপডেট : ২২ ডিসেম্বর, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নোয়াখালীতে অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল লীগের চুড়ান্ত পর্ব শুরু

নোয়াখালী প্রতিনিধি: দেশের তৃণমূল ফুটবলের বিকাশে আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু হলো আজ রোববার দুপুরে। নোয়াখালীর শহীদ ভুলু স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে ইউসিবি-বাফুফে অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল লীগ-২০২৫ এর চুড়ান্ত পর্ব।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন এর উদ্যোগে এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক-এর পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই প্রতিযোগিতার উদ্বোধন করেন, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউসূফ। 

এতে বাফুফে'র সদস্য ও অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল লীগ-২০২৫ এর চেয়ারম্যান মো.মঞ্জুরুল করিমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, বিশিষ্ট ক্রীড়া সংগঠক হারুনুর রশিদ আজাদ, ইউসিবি’র উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. শাহ আলম ভূঁইয়া। 

এই পর্বে বিকেএসপি’সহ দেশের বিভিন্ন জেলা পর্যায় থেকে বাছাই করা মোট ১২টি দল অংশ নিচ্ছে। উদ্বোধনী খেলায় মাঠে নেমেছে নোয়াখালী বনাম বরিশাল। তরুণ ফুটবলারদের প্রতিভা অন্বেষণ এবং ভবিষ্যৎ জাতীয় দল গঠনের লক্ষ্যেই এই লীগ আয়োজন করা হয়েছে বলে জানান আয়োজকরা।

উদ্বোধনী দিনে খেলোয়াড়, কোচ ও দর্শকদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। খেলা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে মাঠের নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনায় নেওয়া হয়েছে প্রয়োজনীয় প্রস্তুতি। সব মিলিয়ে, ইউসিবি-বাফুফে অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল লীগ উঠতি ফুটবলারদের জন্য হয়ে উঠছে নিজেকে প্রমাণের বড় মঞ্চ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়