শিরোনাম
◈ চলতি বাজেটে রাজস্ব খাতে বরাদ্দ বাড়ছে, আগামী বাজেটের রূপরেখা দেবে অন্তর্বর্তী সরকার ◈ খুনিকে দ্রুত জীবিত গ্রেপ্তার চাই, বন্দুকযুদ্ধের নাটক দেখতে চাই না: ইনকিলাব মঞ্চ ◈ আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে বাংলাদেশের দাপট, গোল্ডসহ ১১ পদক অর্জন ◈ স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যাখ্যা দেননি. ইনকিলাব মঞ্চ কর্মসূচি দেবে সোমবার ◈ হাদি হত্যা মামলায় নতুন মোড়, সেই ফয়সালসহ সংশ্লিষ্টদের ব্যাংকে শত কোটি টাকার লেনদেন ◈ বাংলাদেশের দুর্বল ব্যাংক কিনতে চীনকে প্রস্তাব, সহজ হবে লেনদেন, কমবে ডলারের চাপ (ভিডিও) ◈ চূড়ান্ত হলো বিএনপির ৩০০ আসনের মনোনয়ন, শিগগিরই ঘোষণা ◈ ধ্বংস্তূপ থেকে আবার দেশকে টেনে তুলবে বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ ভোটের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর অভিযান চলবে: ইসি ◈ ভারত সফ‌রে মে‌সি ৮৯ কো‌টি টাকা পে‌লেও উদ্যোক্তা শতদ্রু দ‌ত্তের ২২ কোটি টাকা ফ্রিজ করলো তদন্তকারী অ‌ফিসাররা

প্রকাশিত : ২১ ডিসেম্বর, ২০২৫, ১১:১১ দুপুর
আপডেট : ২১ ডিসেম্বর, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মহাস্থান হাটে ফুলকপি ২ টাকা কেজি

বগুড়া জেলার সর্ববৃহৎ কাঁচা-শাক সবজির মহাস্থান হাট শীতকালীন সবজিতে ভরপুর। পুরো হাটজুড়ে সবুজ শাক সবজিতে ঠাঁসা। সকাল থেকে বিভিন্ন এলাকার কৃষকরা ভালো দামের আশায় তাদের উৎপাদিত সবজি বিভিন্ন যানবাহনে এই হাটে আনেন। ক্রেতা-বিক্রেতাদের ভিড়ও ছিল অনেক বেশি। কিন্তু হাটে কাঙ্ক্ষিত দাম না থাকায় শীতকালীন সবজির এ ভরা মৌসুমে কৃষকরা লোকসান গুণছেন। চাহিদার তুলনায় প্রচুর আমদানি, ক্রেতা সংকট ও মজুতের সুবিধা না থাকায় বাধ্য হয়ে টাটকা শাকসবজি কম দামে বিক্রি করছেন। এতে উৎপাদন খরচ না ওঠায় কৃষকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

মহাস্থান হাট ঘুরে দেখা যায়, ফুলকপি বিক্রি হচ্ছে ৯০ টাকা থেকে ১২০ টাকা মন (৪০ কেজি)। যা দুই সপ্তাহ আগেও ছিল, ১০০০ থেকে ১২০০ টাকা। মুলা ৪০০-৬০০ টাকা মন। যা গত সপ্তাহে ৮০০ থেকে ১০০০ টাকা মন দরে বিক্রি হয়েছে। পাতাকপি প্রতি পিস সাত টাকা থেকে ১৫ টাকা। সিম প্রতি কেজি ১৬ টাকা, করলা কেজি প্রতি ৩০ টাকা কমে ৪০ টাকা। পেঁয়াজ প্রতি কেজি ৬০ টাকা, পাতা পেঁয়াজ প্রতি কেজিতে ১০ টাকা কমে ৩০ টাকা, মিষ্টি লাউ কেজিতে সাত টাকা কমে ১৮ টাকা দরে বিক্রি হচ্ছে।

এছাড়া হাটে নতুন আলুর আমদানি বাড়ায় দরপতন শুরু হয়েছে। নতুন আলু জাতভেদে ৫০০ টাকা থেকে ১২০০ টাকা মন দরে বিক্রি হচ্ছে। যা গত সপ্তাহে ছিল ১৬০০ টাকা থেকে ২০০০ টাকা। পাকা টমেটো ৭০ টাকা, কাঁচা টমেটো ২০ টাকা, কাঁচা মরিচ ৩০ টাকা কেজি। ধনিয়া পাতা ২০ টাকা কমে ১০ টাকা আঁটি। পেঁয়াজের ফুলকা কেজিপ্রতি ৫০ টাকা কমে ১০ টাকা কেজি বিক্রি করতে দেখা যায়। তবে রঙিলা জাতের বেগুনের দামে গত সপ্তাহের চেয়ে মনপ্রতি ২০০ টাকা বেড়ে ৭০০ থেকে ৯০০ টাকা মন দরে বিক্রি হচ্ছে।

বগুড়া সদরের লাহিড়িপাড়ার কৃষক সিরাজুল ইসলাম, চন্ডিহারার লুৎফর রহমান, তেলিহারার মিজানুর রহমান বলেন, ফুলকপি দুই সপ্তাহ আগে ১২শ টাকা মন দরে বিক্রি করেছেন। গত সপ্তাহে ছিল, ২৫০-৩০০ টাকা মন। শুক্র ও শনিবার ওই ফুলকপি বিক্রি করেছেন, প্রতি মন ৮০ থেকে ৯০ টাকায়। কৃষকরা দাবি করেন, এ দরে বিক্রি করায় তাদের উৎপাদন খরচ, পরিবহণ খরচ ও মজুরি উঠবে না।

মহাস্থান হাটের আড়তদার বিশাল ভান্ডারের মালিক তাহেরুল ইসলাম বলেন, এখানে ছোটবড় সবমিলিয়ে অন্তত ৪০টি আড়ৎ আছে। এখন প্রতিদিন ঢাকা, চট্টগ্রামসহ বিভিন্ন মোকামে অন্তত ৪০ ট্রাক শাকসবজি যাচ্ছে। কিন্তু বাজারে আমদানি বেশি ও বাহির থেকে বেপারি না আসায় প্রতিদিন সবজির দাম কমছে।

এদিকে বগুড়ার শিবগঞ্জ উপজেলার ১৭টি হিমাগারে এখনো বিপুল পরিমাণ আলু পড়ে রয়েছে। দাম না থাকায় কৃষকরা তাদের আলু হিমাগারগুলো থেকে সংগ্রহ করেননি। বগিলাগাড়ী নিউ কাফেলা কোল্ড স্টোরেজের ব্যবস্থাপক মিলটন জানান, আলু উত্তোলনের জন্য মাইকিং করা হলেও কাজ হয়নি।

সূত্র: যুগান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়