তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় পরিত্যক্ত অবস্থায় ১টি বিদেশী পাইপগান উদ্ধার করেছে র্যাব-৯ ও ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ।(৩ ডিসেম্বর) বুধবার দুপুরে পাঠানো প্রেসবিজ্ঞপ্তিতে বিষয়টি জানায় র্যাব-৯ সদস্যরা।
বিজ্ঞপ্তিতে আরো জানায়, র্যাব-৯ ও জেলা পুলিশের একটি যৌথ
আভিযানিক দল গতকাল মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পৌর এলাকার ভাদুঘর শান্তিনগর এলাকার নতুন ফোর লেন রাস্তার পাশের কাশফুল বাগানের ঝোঁপের ভিতর থেকে পরিত্যক্ত অবস্থায় ১টি বিদেশী পাইপগান উদ্ধার করতে সক্ষম হয়।
আকারে ছোট হওয়ায় এটি বহনে ও ব্যবহারে সুবিধা রয়েছে। নাশকতার কাজে উক্ত অস্ত্রটি ব্যবহার করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উদ্ধারকৃত পাইপগানটি জিডি মূলে জেলার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।