গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
বুধবার (১৯ নভেম্বর) ভোরে উপজেলার এমসি বাজার এলাকার সুফিয়া টেক্সটাইল মিলের পাশে দাড়িয়ে থাকা একটি বাসে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
পরে বাসে আগুন দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আব্দুল বারিক বলেন, এমন একটি ভিডিও আমরা দেখছি। এখন পর্যন্ত বিষয়টি নিশ্চিত হতে পারিনি। পুলিশ পাঠানো হয়েছে। শনাক্তের চেষ্টা চলছে।